বেঙ্গালুরু: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ (Rishabh Pant) দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কেমন আছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার? তাঁর শারীরিক অবস্থার সাম্প্রতিকতম আপডেট কী?


বুধবার পন্থ নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে আসলে রয়েছে দুটি ভিডিওর কোলাজ। ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একটা পুরনো ক্লিপিং। দেখা যাচ্ছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন পন্থ। বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না। কয়েক স্টেপ করে উঠছেন। আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।


ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ।


গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তাঁকে মাঠে কবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। আইপিএলে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মুখ থুবড়ে পড়েছিল দল।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই তাঁর অভাব টের পেয়েছেন। বিশেষ করে যেভাবে তিনি চাপের মুখে পাল্টা আক্রমণে প্রতিপক্ষ শিবিরে প্রত্যাঘাত করেন, ওভালে সেটা অস্ট্রেলিয়ার পরীক্ষা নিত বলেই মনে করেন অনেকে। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পন্থের নামার কোনও সম্ভাবনাই নেই।


গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা কিপার-ব্য়াটার ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও তিনি এখনই মাঠে নামতে পারবেন না, তাও ধীরে ধীরে রিহ্যাবের মাধ্যমে ফিট হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন পন্থ। তবে এরই মাঝে উঠতি ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথাও বললেন ভারতীয় তারকা।


 






বর্তমানে নিজের রিহ্যাব প্রক্রিয়া চালাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রয়েছেন পন্থ। সেখানেই এক বিশেষ ক্যাম্পে অংশগ্রহণ করা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের সঙ্গে পন্থ কথা বলেন। শুধু ক্রিকেট নয়, জীবন এবং আরও অনেক বিষয়েও তাঁদেরকে টিপস দেন পন্থ। বিসিসিআইয়ের তরফে পন্থের সঙ্গে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের কথোপকথনের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।



আরও পড়ুন: চুক্তির পুনর্নবীকরণ নয়, PSG ছাড়ার পথে এমবাপে