মুম্বই: আসন্ন টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করবে না অস্ট্রেলিয়া। আজ এমনই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেছেন, ‘এই সিরিজে আমরা নিজেদের খেলাই খেলব। বিরাট কোহলি এমন একজন খেলোয়াড়, স্লেজিং করলে ওর পারফরম্যান্সের উন্নতি হবে। ও বিশ্বমানের খেলোয়াড়। আমরা তাই ওকে স্লেজিংয়ের বদলে সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’


ভারতীয় এ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দ্বিশতরান করা শ্রেয়াস আইয়ারের দাবি, অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েড এবং ওয়ার্নার তাঁকে স্লেজিং করেছেন। ওয়ার্নার অবশ্য সরাসরি এ প্রসঙ্গে কোনও মন্তব্য না করে বলেছেন, টেস্ট সিরিজে তাঁরা স্লেজিং করবেন না।

ভারতীয় এ দলের বিরুদ্ধে এই ম্যাচে দু ইনিংসেই বড় রান করতে পারেননি ওয়ার্নার। প্রথম ইনিংসে ২৫ রান করার পরে দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৫ রান। তবে ওয়ার্নারের দাবি, এই পারফরম্যান্সে তিনি হতাশ নন।