মুম্বই: আসন্ন টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করবে না অস্ট্রেলিয়া। আজ এমনই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেছেন, ‘এই সিরিজে আমরা নিজেদের খেলাই খেলব। বিরাট কোহলি এমন একজন খেলোয়াড়, স্লেজিং করলে ওর পারফরম্যান্সের উন্নতি হবে। ও বিশ্বমানের খেলোয়াড়। আমরা তাই ওকে স্লেজিংয়ের বদলে সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
ভারতীয় এ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দ্বিশতরান করা শ্রেয়াস আইয়ারের দাবি, অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েড এবং ওয়ার্নার তাঁকে স্লেজিং করেছেন। ওয়ার্নার অবশ্য সরাসরি এ প্রসঙ্গে কোনও মন্তব্য না করে বলেছেন, টেস্ট সিরিজে তাঁরা স্লেজিং করবেন না।
ভারতীয় এ দলের বিরুদ্ধে এই ম্যাচে দু ইনিংসেই বড় রান করতে পারেননি ওয়ার্নার। প্রথম ইনিংসে ২৫ রান করার পরে দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৫ রান। তবে ওয়ার্নারের দাবি, এই পারফরম্যান্সে তিনি হতাশ নন।
বিরাটকে স্লেজিং করবে না অস্ট্রেলিয়া, ইঙ্গিত ওয়ার্নারের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2017 07:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -