করাচি: এশিয়া কাপে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে নামবে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। আগামী ২৮ তারিখ সংযুক্ত আরব আমিরশাহিতে এই টুর্নামেন্টে মুখোমুখি হবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর ফের একবার ভারত-পাক মহারণ। গত বছর বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে ভারতকে হারতে হয়েছিল। এবার রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। প্রাক্তন পাক অধিনায়ক ও কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রম(Wasim Akram) মনে করেন ২৮ অগাস্টও বেশ উত্তেজক লড়াই হতে চলেছে। আর তিনি পাকিস্তান দলকে সতর্ক করে দিয়েছেন এক ভারতীয় ব্যাটারের থেকে। 


কাকে সমীহ করছেন আক্রম?


ভারতীয় দলে তারকা ২ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা থাকলেও তাঁদেরকে নয়, বরং সূর্যকুমার যাদবকে সমীহ করছেন আক্রম। তিনি বলছেন, ''অবশ্যই ভারতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছেন। তবে এই ফর্ম্যাটে আমি সূর্যকুমার যাদবের ভক্ত। অসাধারণ একজন ব্যাটার। ওঁ যখন কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিল, তখন ওকে প্রথম মরসুমে কলকাতা নাইট রাইডার্সে দেখেছিলাম আমি। ৭ ও ৮ নম্বরে নেমে অদ্ভুত কিছু শট খেলে ও। ফাইল লেগে কিছু শট যা খেলা সত্যিই খুব কঠিন। পাক বোলারদের ওঁকে নিয়ে সতর্ক থাকা উচিত।''


আসন্ন শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022)। সেই জন্যই আজ ভারতীয় দলের (Indian Cricket Team) সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিপত্তি।


বিসিসিআইয়ের বিবৃতি


ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) করোনা আক্রান্ত হয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ, মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।


বাকি ভারতীয় দল দ্রাবিড়কে ছাড়াই আজ এশিয়া কাপ খেলতে মরুদেশে পৌঁছে যাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর পরেরদিন অর্থাৎ রবিবারই (২৮ অগাস্ট) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। 


বাকি ভারতীয় দল দ্রাবিড়কে ছাড়াই আজ এশিয়া কাপ খেলতে মরুদেশে পৌঁছে যাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর পরেরদিন অর্থাৎ রবিবারই (২৮ অগাস্ট) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল।