মুম্বই: গত মরশুম থেকে শুরু হয়েছে আইপিএলের ধাঁচে মহিলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। যার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল। মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি (Nita Ambani)। গতকাল লিগ পর্বে দলের শেষ ম্য়াচ দেখতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এক সাক্ষাৎকারে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রয়োজনীয়তা সম্পর্কে জানালেন নীতা। তিনি বলেন, এই খেলা অন্যান্য ক্রীড়াক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিল গতকাল মুম্বই শিবির। ম্য়াচে হারতে হয়েছিল মুম্বইকে। নীতা বলেন, ''আমাদের মেয়েরা দুর্দান্ত ক্রিকেট খেলছে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই বিশ্বমানের প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে আমাদের মেয়েরা। যাতে তাঁদের ক্রিকেটীয় স্কিল আরও উন্নত করার সুযোগ থাকে।''
চলতি টুর্নামেন্টে প্রথম ম্য়াচেই মুম্বইয়ের জয়ের কারিগর ছিলেন সাজিবন সজানা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন মুম্বই শিবিরকে। এরপরও বিভিন্ন ম্য়াচে দুর্দান্ত পারফর্ম করেছেন সাজানা। নীতা বলেন, ''সাজানার কথা আলাদা করে বলতেই হবে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও। বাবা অটোরিক্সো চালাতেন। তার পরও ক্রিকেটকে বেছে নিয়েছিল সাজানা। আমার মনে হয় অভিভাবকদের এমনই হওয়া উচিত। শুধু ক্রিকেটই নয়। যে কােনও মেয়েই যাতে যে কোনও ক্রীড়াক্ষেত্রে নিজেকে বেছে নেওয়ার সুযোগ পায়, তা দেখা উচিত।''
আগেই প্লে অফের জায়গা পাকা করে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল আরসিবির বিরুদ্ধে ম্য়াচ ছিল হরমনপ্রীত ব্রিগেডের। ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় আরসিবি। গতকাল প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্মৃতি মন্ধানা। প্রথমে ব্যাট করতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনে নেমেছিলেন হিলি ম্য়াথিউজ ও সজানা। ২৬ রানের ইনিংস খেলেন ম্য়াথিউজ। সজানা ৩০ রানের ইনিংস খেলেন। আরও একটা তারকা ব্যাটার ন্য়াট স্ক্রিভার ব্রান্ট ১০ রান করেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর কোনও রান না করেই প্যাভিলিয়ন ফিরলেন। মিডল অর্ডারে এমিলিয়া কের ২ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। ৪ রান করে আমনজ্যােৎ কৌর। ৬ রান করেন পূজা ভাস্ত্রাকার। প্রিয়াঙ্কা বালা ১৯ রান করেন। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। এলিসা পেরি ৪ ওভারে ১৫ রান খরচ করে ৬ উইকেট নেন।
আরও পড়ুন: বুমরাকে সরিয়ে টেস্টের সেরা বোলার অশ্বিন, বিরাট লাফ রোহিত-যশস্বী-কুলদীপদের