ধোনির টি-২০ দক্ষতা নিয়ে প্রশ্ন সৌরভের
Web Desk, ABP Ananda | 12 Apr 2017 09:47 PM (IST)
কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনি এখনও টি-২০ ফর্ম্যাটে আগের মতোই দক্ষ কি না, সে বিষয়ে সন্দিহান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ধোনি ভাল টি-২০ খেলোয়াড় কি না, সে বিষয়ে আমার সন্দেহ আছে। ও একদিনের ম্যাচে চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিন্তু গত ১০ বছরে টি-২০ ম্যাচে মাত্র একটা অর্ধশতরান করেছে। এটা সেরা রেকর্ড নয়।’ এবারের আইপিএল শুরু হওয়ার আগে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে রাইজিং পুণে সুপারজায়ান্টস। তারপর চলতি আইপিএল-এ প্রথম তিন ম্যাচে ধোনির রান যথাক্রমে ১২ অপরাজিত, ৫ ও ১১। ভারতের সফলতম অধিনায়ক একেবারেই ভাল ফর্মে নেই। তা সত্ত্বেও ধোনিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চাইছেন সৌরভ। যদিও তিনি মনে করছেন, ধোনিকে রান করতে হবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও মনে করেন, ধোনিকে ব্যাট হাতে ফের নিজেকে প্রমাণ করতেই হবে। পেশাদার ক্রিকেটার হিসেবে তাঁকে নিজের জন্যই রান করতে হবে।