বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছি না, জানালেন ঋদ্ধিমান
Web Desk, ABP Ananda | 05 Feb 2017 05:23 PM (IST)
কলকাতা: সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারালেও, আসন্ন টেস্টে বাংলাদেশকে তাঁরা মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না। এমনই জানালেন ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাঁর মতে, ‘দু দলের র্যাঙ্কিংয়ের অনেক পার্থক্য থাকায় মনে হতেই পারে, খাতায়-কলমে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। কিন্তু মাঠে নামার আগে আমরা ওদের খাটো করে দেখতে পারি না। কারণ, নির্দিষ্ট দিনের পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করে। আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।’ বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট। তার আগে আজ দলের সঙ্গে যোগ দিলেন ঋদ্ধিমান। বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্টের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। এ প্রসঙ্গে ঋদ্ধিমানের বক্তব্য, ‘অস্ট্রেলিয়া কবে আসছে আমি জানি না। এখন বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দিকেই মন দিচ্ছি। অস্ট্রেলিয়া এখানে আসার পরেই ওদের নিয়ে ভাবব।’ এবারের ইরানি কাপে দ্বিশতরান করেছেন ঋদ্ধিমান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বাংলার হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবার টেস্টেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাইছেন তিনি।