নয়াদিল্লি : গোটা টুর্নামেন্টে কার্যত ব্যর্থ ছিলেন তিনি। ব্যাট হাতে সেঅর্থে রান আসেনি। কিন্তু, তাঁর পাশে থেকেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অনেক প্রাক্তনীও তাঁর উপর আস্থা রাখার কথা বলেছেন। সকলের ভরসার মান রাখলেন কিং কোহলি। ফাইনালে নিজেকে মেলে ধরলেন বিরাট কোহলি। দলের হয়ে সর্বাধিক রান করলেন তিনি। বলা ভাল, দলের ব্যাটিং লাইন-আপকে নেতৃত্ব দিয়ে একটা ভাল জায়গায় পৌঁছে দিলেন। না হলে হয়ত শেষটা এভাবে নাও হতে পারত। তিনি প্রমাণ করলেন সেই প্রবাদটার, 'দ্য ফর্ম ইজ টেম্পোরারি, অ্য়ান্ড ক্লাস ইজ পার্মানেন্ট।' দলের প্রয়োজনের সময় বরাবর জ্বলে উঠেছেন তিনি। এবারও তার অন্যথা হল না। আর তার ফল স্বরূপ একের পর এক প্রশংসা ধেয়ে আসছে তাঁর দিকে। টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa T20 World Cup Final) দুরন্ত ব্যাটিংয়ের পর বিরাটকে প্রশংসায় ভাসালেন তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা।


সংবাদ সংস্থা ANI-কে নিজের প্রাক্তন ছাত্র সম্পর্কে রাজকুমার বলেন, "টিম ইন্ডিয়ার এই মুহূর্তে বিশাল মনোবল রয়েছে। ওরা অপরাজিত (টি২০ বিশ্বকাপে) রয়েছে। আমরা একটাও ম্য়াচে হারিনি। কঠিন পরিস্থিতি এসেছে, কিন্তু ওরা ওদের গতিবেগ ধরে রেখেছে। ও (কোহলি) সত্যিই খুব ভাল খেলেছে। সেই জন্যই তো ওকে কিং কোহলি বলা হয়। যখন পরিস্থিতি কঠিন থাকে।"  


ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, ব্যাট করতে নেমে গোড়াতেই বেশ চাপের মুখে পড়ে ভারত। একসময় ৩৪ রানে ৩ উইকেট পড়ে যায়। একে একে ফিরে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবরা। কোনও জুটিই তৈরি হচ্ছিল না। তবে, একদিক ধরে রেখেছিলেন বিরাট কোহলি। এদিন দলের প্রয়োজনের সময় তিনি জ্বলে ওঠেন। অক্ষর পটেলকে নিয়ে অসাধারণ একটা পার্টনারশিপ তৈরি করেন। একটি ৪ ও ৪টি ছক্কার সহযোগে ৩১ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বাঁহাতি অলরাউন্ডার পটেল। ৭২ রানের সেই জুটি ভারতীয় ইনিংসের ভীত গড়ে দেয়। এরপর আরও একটা ছোট জুটি তৈরি হয়। এবার শিবম দুবেকে সঙ্গে নেন কোহলি। ৫৭ রান তোলে এই জুটিটি। একটি ছক্কা ও ৩টি ৪ সহযোগে ১৬ বলে ২৭ রান করেন দুবে। আর সামগ্রিক এই দলগত প্রয়াসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ভারত। এর মধ্যে শুধু ৭৬ রান বিরাটেরই। যার ওপর ভর করে বিশ্বকাপ ফিরল ভারতে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।