নিউ ইয়র্ক: ইউ এস ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। ইতিহাস গড়ার আরও কাছে সার্বিয়ান টেনিস তারকা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এদিন হারিয়ে দিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। পাঁচ সেটের কঠিন লড়াই হয় ২ প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন জোকার। খেলার ফল বিশ্বের এক নম্বর টেনিস তারকার পক্ষে ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ইতিহাসে নাম লেখাবেন জকোভিচ। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের সঙ্গে সঙ্গে একই মরসুমে চারটে গ্র্যান্ডস্লাম জয়ের নজিরও গড়বেন জোকার। ছুয়ে ফেলবেন রড লেভারকে। 


জেরেভের বিরুদ্ধে এদিনও ম্যাচের প্রথম সেটে হেরে যান জোকার। ৪-৬ ব্যবধানে জয় পান জার্মানির তারকা। এরপর যদিও পরপর দুটো সেটে জয় পেয়ে এগিয়ে যান জোকার। কিন্তু ফের দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে আসেন জেরেভ। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানেই বাজিমাত করেন সার্বিয়ান টেনিস তারকা। অভিজ্ঞতাতেই যেন শেষ হাসি হাসেন জোকার। শেষ সেটে একটা সময় ৫-০ ব্যবধানে এগিয়ে ছিল জোকার। সেখান থেকে শেষ সেটে ৬-২ ব্যবধানে জয় পেয়ে ম্যাচ জিতে নেন জকোভিচ। এক ক্যালেন্ডার মরসুমে টানা ৪টে গ্র্যান্ডস্লাম জয়ের নজির ১৯৬৯ সালে শেষবার রড লেভার গড়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখানোর পালা জোকারের। 


ম্য়াচ শেষে বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলেন, 'আর মাত্র এক ম্যাচ বাকি। আমি আর পেছনে ফিরে তাকাতে চাইছি না। আমি আমার হৃদয়, আত্মা, শরীর, মাথা সবই ওই ম্যাচে দিয়ে দিতে চাই। আমি ভাবতে চাই যে ওটাই আমার কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে।' ফাইনালে রাশিয়ান ড্যানিয়েল মেদেভেদভের মুখোমুখি হতে চলেছেন জোকার। 


এর আগে সার্বিয়ান টেনিস তারকা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে হারিয়ে দিয়েছিলেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে। চার সেটের লড়াইয়ে সেদিন ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন জকোভিচ। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেটে জিতে ম্যাচে জয় ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল ছিল জকোভিচের পক্ষে ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩।