মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। রড লেভার এরিনায় এদিন সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার টমি পলকে। স্ট্রেট সেটেই জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল জোকারের পক্ষে ৭-৬, ৬-১, ৬-২। ফাইনালে গ্রিসের স্তেফোনাস সিসিপাসের বিরুদ্ধে খেলতে নামবেন জোকার। এখনও পর্যন্ত সর্বাধিক ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি।


প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালালেও জিততে পারেননি। ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জোকার। এরপরের দুটো সেটে যদিও প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দেন নোভাক। আগের বার কোভিড টিকা না নেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন। যার ফলে টুর্নামেন্টে খেলতেই নামতে পারেননি জোকার। কিন্তু এবার টুর্নামেন্টে জয় পেলে সর্বাধিক ২২ টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। নাদালও এই মুহূর্তে ২২ টি গ্র্যান্ডস্লামের মালিক। 


গ্রিসের স্তেফোনাস সিসিপাস রাশিয়ান কারেন খাচানভের বিরুদ্ধে ৬-৭ (২-৭), ৪-৬, ৭-৬ (৮-৬) ও ৩-৬ ব্যবধানে জয় পান। ৩ ঘণ্টা ২১ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন গ্রিসের টেনিস তারকা। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেন সিসিপাস। যদিও প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়।  তার পরের বছর এক লাফে পৌঁছে যান সেমিফাইনালে। ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এরপর ২০২১, ২০২২ সালের পর ২০২৩ সালেও টুর্নামেন্টের সেমিতে পৌঁছন গ্রিসের তারকা। 


বিদায় সানিয়ার


গ্র্যান্ডস্ল্যাম জিতে বিদায় জানাতে ব্যর্থ সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন সানিয়া, রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতীয় জুটিকে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটি ৭-৬ (২), ৬-২ স্কোরলাইনে স্ট্রেট সেরে হান। এই পরাজয়ের ফলেই সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ হয়ে গেল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা।


ম্যাচ শেষে সানিয়া বলেন, 'আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে স্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'