রাঁচি: মার্টিন গাপ্টিলকে বসিয়ে খেলানো হচ্ছে তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিমাত্র ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। তারপর থেকেই নিষ্প্রভ ছিলেন। সেই ফিন অ্যালেন ছন্দে ফেরার জন্য বেছে নিলেন ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তাঁর ব্যাটিং ঝড়ে শুরুতেই বিপাকে পড়েছিল ভারতীয় বোলিং। মাঝে ওয়াশিংটন সুন্দরের লড়াকু বোলিং ভারতকে ম্যাচে ফিরিয়েছিল। তারপরেও বড় রান তুলল নিউজিল্যান্ড।


প্রথমে ব্যাট করে কিউয়িরা তুললেন ১৭৬/৬। শুরুতে ফিন অ্যালেন ২৩ বলে ৩৫ রান করে ভারতীয় শিবিরে চাপ তৈরি করেন। পরে ওয়াশিংটন পরপর ২ উইকেট তুলে নিলেও, নিউজিল্যান্ডের হয়ে পাল্টা লড়াই শুরু করেন ডেভন কনওয়ে। ৩৫ বলে ৫২ রান করেন তিনি। শেষ দিকে ২৮ বলে অপরাজিত ৫৫ রান করে নিউজিল্যান্ডের স্কোরকে লড়াকু জায়গায় নিয়ে যান ডারিল মিচেল। ম্যাচ জিততে ১৭৭ রানের বড় স্কোর তাড়া করতে হবে ভারতকে।


কিউয়ি ইনিংসে লাগাম পরাতে তৃতীয় ওভারেই স্পিনারের হাতে বল তুলে দেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আর নিজের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা সুন্দরের। যার মধ্যে সবচেয়ে বেশি চর্চা চলল মার্ক চাপম্যানের উইকেট নিয়ে।


ঠিক কী হয়েছিল?


পঞ্চম ওভারের শেষ বলের ঘটনা। বল ফ্লাইট করিয়ে ছাড়লেন সুন্দর। সামনের পায়ে গিয়ে রক্ষণাত্মক শট খেললেন চাপম্যান। বল তাঁর ব্যাটে লেগে হাওয়ায় ভেসে সামনের দিকে গেল।


মুহূর্তের মধ্যে উইকেটের গন্ধ পেয়ে গেলেন সুন্দর। তিনি ডানদিকে শরীর শূন্যে ভাসিয়ে দিলেন। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বল তালুবন্দি করলেন। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার নিশ্চিত করে জানালেন যে, ক্যাচ নেওয়া হয়েছে। ফিরলেন চাপম্যান।


সুন্দরের ক্যাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বিস্মিত হয়ে যান। অনেকে কমেন্ট করেন, সুন্দর কি মুহূর্তের জন্য বাজপাখি হয়ে গিয়েছিলেন? এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, এরকম ক্ষিপ্রতা দেখাও সৌভাগ্যের। কেউ কেউ এরোপ্লেনের সঙ্গে তুলনা করেন সুন্দরের ক্যাচের। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ছড়িয়ে পড়ে।


ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়েন কুলদীপ যাদবও। চায়নাম্যান স্পিনার নিজের ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন এক উইকেট। তবে ভারতীয় বোলারদের মধ্যে আর কেউই নজর কাড়তে পারেননি। ফের নো বল আতঙ্ক তাড়া করল অর্শদীপ সিংহকে। শেষ ওভারে তিনি নো বল করেন। ফ্রি হিটে ছক্কা মারেন ডারিল মিচেল। শেষ ওভারে ২৭ রান দেন অর্শদীপ। সেখানেই বদলে যায় ম্যাচের ছবি।


আরও পড়ুন: মানুষ না বাজপাখি! সুন্দরের ক্যাচ দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা