লন্ডন: একদিকে পরিবেশকর্মীদের আন্দোলনের ঝড়। অন্যদিকে প্রবল বৃষ্টি। উইম্বলডন (Wimbledon) উদ্যোক্তাদের মাথায় হাত পড়ার মতো অবস্থা। ম্যাচের সূচি বদল করার জন্য অঙ্ক কষতে নাজেহাল তাঁরা।


নোভাক জকোভিচের (Novak Djokovic) অবশ্য ভ্রুক্ষেপ নেই। তিনি কোর্টে নামছেন। প্রতিপক্ষকে কোণঠাসা করে ম্যাচ জিতছেন। রিকভারি সেশন শুরু করে দিচ্ছেন। ফের কোর্টে নামছেন ঘাতক রূপে।


চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সার্বিয়ার কিংবদন্তি তারকা। ৬-৩, ৭-৬ (৪), ৭-৫ সেটে তিনি হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার জর্ডন থমসনকে। তবে এই জয় জোকারের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গ্র্যান্ড স্ল্যামে এটি তাঁর সাড়ে তিনশোতম জয়। মহিলাদের শীর্ষবাছাই ইগা সিয়ানটেকও নিজের ম্যাচ জিতেছেন সহজেই।


বিশ্বের তৃতীয় টেনিস তারকা হিসেবে ৩৫০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করলেন জকোভিচ। তাঁর আগে এই মাইলফলকে পৌঁছতে পেরেছেন মাত্র দু'জন তারকা। যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন। ছেলেদের টেনিসে রজার ফেডেরার সব থেকে বেশি ৩৬৯টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন। এছাড়া মেয়েদের টেনিসে একমাত্র সেরিনা উইলিয়ামসের রয়েছে এই নজির। তিনি কেরিয়ারে মোট ৩৬৫টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন। জকোভিচ অদূর ভবিষ্যতেই সেরেনা ও ফেডেরারকে পিছনে ফেলে সব থেকে বেশি গ্ল্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের নিরিখে তালিকার শীর্ষে উঠে আসতে পারেন।


সার্বিয়ান তারকা উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে উড়িয়ে দেন আবাছাই অজি টেনিস তারকাকে। যদিও ১টি সেট টাইব্রেকারে টেনে নিয়ে যান জর্ডন। ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে জকোভিচ জয় ছিনিয়ে নেন।


 






তবে তৃতীয় রাউন্ডে তুলনায় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে নামতে হতে পারে বাছাই তালিকার দুইয়ে থাকা জকোভিচকে। সুইৎজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা অথবা আর্জেন্তিনার থোমাস মার্তিনের বিরুদ্ধে ম্যাচ পড়তে পারে জোকারের।


দ্বিতীয় রাউন্ডে জিতে জোকার বলেছেন, 'সেন্টার কোর্টের সঙ্গে আমার প্রেমের ও বিশেষ এক সম্পর্ক। এখানে খেলা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করি। তরুণ প্রজন্মের সঙ্গে যথাসম্ভব লড়াই করে চলেছি।'




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial