কলকাতা: ফের বেলাগাম সংক্রমণ (Covid19)। দেশের পাশাপাশি রাজ্যে (West Bengal) করোনা গ্রাফও উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে একদিনে করোনার সংক্রমণ (Corona) ২ হাজার ছুঁইছুঁই! মঙ্গলবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (Department of Health & Family Welfare) অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে ১ হাজার ৯৭৩জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনার পজিটিভিটি রেট বেড়ে ১৬ শতাংশের কাছে। 


 






কলকাতায় উদ্বেগ: একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। এখানে একদিনে করোনায় (Corona) ৭১৭ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে ৪৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ১৩৮ জন সংক্রমিত হয়েছেন। জুলাইয়ের প্রথম ৫ দিনেই রাজ্যে ৮ হাজারের উপরে করোনার সংক্রমণ।


মালদায় মৃত্যু: এদিকে মালদা মেডিক্যাল কলেজে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আরও একজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। মৃতের বাড়ি মালদহের মোথাবাড়িতে, বয়স ৬০ বছর। দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে।শ্বাসকষ্ট হওয়ার পর পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। 


দেশে করোনা সংক্রমণ: দেশে ফের বেলাগাম করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা আজও ১৩ হাজারের ওপর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৩৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৬৫০।এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫।  


আরও পড়ুন: Covid Booster Dose: মারাত্মক হারে বাড়ছে করোনা, বুস্টার ডোজে অনীহা রাজ্যে