মেলবোর্ন: অস্ট্রেলিয়া সরকারের অভিবাসন দফতর দ্বিতীয়বার সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা বাতিল করবে কি না, সে বিষয়ে জল্পনার মধ্যেই আজ পুরুষদের সিঙ্গলসের মূলপর্বের সূচি ঘোষণা করা হল। এক নম্বর বাছাই হিসেবে জকোভিচকে রেখেই সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ স্বদেশীয় অবাছাই মিওমির কেচম্যানোভিচ।
আজ এক ঘণ্টারও বেশি সময় পরে অফিসিয়াল ড্র হয়। এর কোনও ব্যাখ্যা দেয়নি টেনিস অস্ট্রেলিয়া। জকোভিচের জন্যই দেরি করা হল না কি না, সেটা জানা যায়নি।
ভিসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন জকোভিচ। তাঁর প্রথম রাউন্ডের খেলা সোমবার বা মঙ্গলবার। এখনও পর্যন্ত ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এই তারকা। ২০১৯, ২০২০ ও ২০২১, পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবার জিতলে শুধু টানা চারবার এবং মোট ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নই হবেন না তিনি, ২১-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবও জিতবেন। তার প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না জকোভিচ।
গতকালই জানা গিয়েছিল, জকোভিচই এবারের অস্ট্রেলিয়ান ওপেনে এক নম্বর বাছাই হচ্ছেন। আজ সরকারিভাবে সেটা ঘোষণা করা হল। তবে আইনি লড়াইয়ে জয় পাওয়ার পরেও তাঁর অস্বস্তি দূর হচ্ছে না। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের দফতর থেকে জানানো হয়েছে, বিশেষ অধিকার প্রয়োগ করে জকোভিচের ভিসা বাতিল করা যায় কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার অস্ট্রেলিয়ার আদালত জকোভিচকে সেদেশে থাকার ছাড়পত্র দিয়েছে। ফলে গত সপ্তাহে মেলবোর্নে পৌঁছনোর পর থেকে যে আইনি জটিলতা চলছিল, তা থেকে রেহাই পেয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। জকোভিচের দাবি, এজেন্টের ভুলেই অস্ট্রেলিয়ায় প্রবেশের নথিতে গোলমাল হয়েছে। যদিও অস্ট্রেলিয়া সরকার সেই দাবি মানতে নারাজ। ফলে জকোভিচকে নিয়ে জটিলতা অব্যাহত। টেনিস অস্ট্রেলিয়া অবশ্য জকোভিচের পাশেই দাঁড়িয়েছে।