তুরিন: পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক তিনি। এই মুহূর্তে ঝুলিতে ২৪টি গ্র্যান্ডস্লাম। নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন টেনিসে। বিশেষজ্ঞরা বলছেন যে আরও বেশ কয়েকটি গ্র্যান্ডস্লাম (Grandslam) জেতা বাকি রয়েছে নোভাক জকোভিচের (Novak Djokovic)। তবে এরই মধ্যে আরও একটি নজির গড়ার মুখে জকোভিচ (Novak Djokovic)। 


চলতি মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) জয়ের সঙ্গে সঙ্গে রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির ছুঁয়েছিলেন জোকার। এরপর ইউএস ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতে ঝুলিতে মোট ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। তুরিন এটিপি ফাইনালে যদি জিততে পারেন তবে এটি হবে জকোভিচের অষ্টম এটিপি ফাইনাল খেতাব জয়। এক্ষেত্রে তিনি টপকে যাবেন রজার ফেডেরারকে। 


এই প্রসঙ্গে জকোভিচ জানিয়েছেন, ''আমি এই খেতাব সেরা ছাত্র হতে চাই। নম্বরের দিকেও নজর রয়েছে আমার। তবে এই মুহূর্তে আমি আমার পরবর্তী চ্যালেঞ্জের দিকেই ফোকাস রাখতে চাইছি।''


উল্লেখ্য, ফেডেরার, নাদাল ও জোকারকেই আধুনিক টেনিসের অন্য়তম সেরা তিন তারকা মানা হয়। ফেডেরার অবসর নেওয়ার পর এবার নাদাল ও জোকারের মধ্যে লড়াই। যদিও স্প্যানিশ তারকাকে গত এক বছরে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে টেক্কা দিয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা। এবার জোকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং নাদাল। এমনকী জকোভিচকেই টেনিসের ইতিহাসে বিশ্বের সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে বেছে নিয়েছিলেন নাদাল।


এক সাক্ষাৎকারে স্প্যানিস টেনিস মায়েস্ত্রো বলেন, ''সংখ্যা ও পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। এই হিসেবে জকোভিচ আমার থেকে এগিয়ে রয়েছে। ওই সেরা। এটাই সত্যি। বাকিটা আপেক্ষিক। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। কাউকে পছন্দ করতে পারেন, নাও পারেন। খেতাবের সংখ্যা দেখলে জকোভিচ-ই সেরা। এটা নিয়ে আলোচনার কিছু নেই।'' নাদাল আরও বলেন, ''সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলে জোকোভিচ হয়তো হতাশ হবে। কারণ ও সব কিছুই নিখুঁত ভাবে করতে চায়। সে জন্যই ও সেরা। সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলে আমি একটুও হতাশ হব না। বিশ্বাস করি, আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল, ততটাই করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি।'' উল্লেখ্য, ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন শেষবার জিতেছিলেন নাদাল। এরপর থেকে গত দেড় বছরের ওপরে কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারেননি তিনি। অন্যদিকে জকোভিচ একের পর এক গ্র্যান্ডস্লাম জিতেই চলেছেন। এই বছরে একমাত্র উইম্বলডন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ডস্লামেই জয় ছিনিয়ে নিয়েছেন জোকার।