মেলবোর্ন: এবারের অস্ট্রেলিয়ান ওপেন খেলার সম্ভাবনা কার্যত শেষ নোভাক জকোভিচের (novak djokovic)। রবিবার বিচারকরা অস্ট্রেলিয়ায় (australia) থাকার জন্য টেনিস তারকা নোভাক জোকোভিচের শেষ আবেদন প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়া সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল রাখছে ফেডারেল কোর্ট। এদিন সকালে অস্ট্রেলিয়ার সীমান্ত বাহিনীর আধিকারিকদের তত্বাবধানে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে সলিসিটারের অফিসে নিয়ে আসা হয়। এরপর অনলাইনে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে এই মামলার শুনানি হয়। ৩ বিচারকের প্যানেল ছিল এদিন এই মামলার শুনানিতে। নোভাকের আইনজীবীর বক্তব্য ছিল যে অস্ট্রেলিয়া সরকার যে যুক্তিতে তাঁকে আটকে রেখেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু শেষ পর্যন্ত টিকা-বিতর্কে বাতিলই হয়ে গেল জকোভিচের ভিসা। প্রত্যর্পণ বাতিলের আবেদন খারিজ করে দিল অস্ট্রেলিয়ার আদালত। নোভাক জকোভিচকে সার্বিয়ায় ফেরত পাঠাচ্ছে অস্ট্রেলিয়া।


এর আগে, গত শুক্রবার নোভাক জকোভিচের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। সেদেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে এই বিষয় জানিয়েছিলেন। এই দেশ থেকে নির্বাসনের সম্মুখিন হতে পারেন জোকার। সেক্ষেত্রে পরের ১২ ঘন্টার মধ্যে আইনি চ্যালেঞ্জে লড়তে হত জোকারকে। টেনিস তারকার আইনি টিম আশা করছিল যে এই সপ্তাহান্তের মধ্যেই যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের তরফে। এমনকী অস্ট্রেলিয়ান ওপেন খেলতেও যাতে কোনও সমস্যা না হয়। কিন্তু এখন কেস হেরে দেশে ফিরে যাওয়া ছাড়া আর উপায় থাকল না জোকারের কাছে। 


অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিবৃতিতে জানিয়েছিলেন, ''আমি আজ আমার সব ক্ষমতা প্রয়োগ করে একটি সিদ্ধান্ত নিতে চলেছি। আমি অস্ট্রেলিয়া সরকারের তরফে নোভাক জকোভিচের ভিসা বাতিল করছি। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। স্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হল।''