প্যারিস: ফরাসি ওপেনে (French Open 2023) অপ্রতিরোধ্য নোভাক জকোভিচ (Novak Djokovic)। আরও একবার। এই নিয়ে রেকর্ড ১৭ বার। রোলঁ গ্যারোজ়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। টেনিস বিশ্বে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিত হতে হলে আর মাত্র তিনটি ম্যাচ জিততে হবে জকোভিচকে। এদিন প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জুয়ান পাবলো ভারিলাসকে ৬-৩, ৬-২, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা।
এদিন ধারেভারে অনেকটাই পিছিয়ে থেকে চতুর্থ রাউন্ডের খেলায় নেমেছিলেন ভারিলাস। গত ২৯ বছরে টেনিসের ইতিহাসে প্রথম পেরুভিয়ান টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে পৌঁছেছিলেন এই তরুণ। কিন্তু উল্টোদিকে এতটাই শক্তিশালী প্রতিপক্ষ, যে কিছু করার ছিল না ভারিলাসের। বিশ্বের তিন নম্বর টেনিস তারকার সামনে তাই অসহায় আত্মসমর্পণ করতে হল বিশ্বের ৯৪ নম্বর টেনিস তারকার।
নাদাল ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ১৪ বার। আর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ১৬ বার। আজ তাঁকে টপকে সর্বাধিকবার এই রোলঁ গ্যারোজ়ে শেষ আটে ওঠার নজির গড়লেন জােকার। কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের একাদশতম বাছাই কারেন খাচানোভের মুখোমুখি হবেন জোকার।
উল্লেখ্য, ফরাসি ওপেনে তরতরিয়ে ছুটছে তাঁর জয়রথ। তার মাঝেই একবার রাজনৈতিক বার্তা দিয়ে বিবৃতি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সার্বিয়ান তারকা। এবার তিনি অভিযোগ করলেন, রোলঁ গ্যারোজের গ্যালারি থেকে তাঁকে বিদ্রুপ করা হয়েছে। ফরাসি জনতা সম্মান করতে জানে না বলে তোপ দেগেছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
শুক্রবার রাতে সাংবাদিক সম্মেলনে জকোভিচ বলেছেন, 'বেশিরভাগ মানুষ আসেন টেনিস উপভোগ করতে। কোনও একজন খেলোয়াড়কে সমর্থন করতে। কিন্তু তারাও তো মানুষ। এমন অনেকে আসেন, হয়তো দল বেঁধে আসেন, যাঁদের লক্ষ্যই হল কোর্টে যাই করি না কেন বিদ্রুপ করা। এটা ভীষণই অসম্মানজনক। আমি এর অর্থ বুঝি না।' যদিও খানিকটা হতাশার সুরেই জোকার বলেছেন, 'এটা হয়তো ওঁদের অধিকার। ওঁরা টিকিট কেটে আসছেন। যা খুশি করতে পারেন।'
রোলঁ গ্যারোজে নোভাক জকোভিচকে (Novak Djokovic) সবচেয়ে বেশ বেগ দিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বেশিরভাগ ম্যাচ জিতেছেন ক্লে কোর্টের সম্রাট রাফাই। সেই নাদাল চোটের জন্য নেই। অনেকে মনে করেছিলেন, এবারের ফরাসি ওপেন কেকওয়াক হয়ে দাঁড়াবে জোকারের কাছে।