লন্ডন: করোনা ভ্যাকসিন না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে পারেননি। মেলবোর্নে গিয়েও ফিরে আসতে হয়েছিল দেশে। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ বছরের শুরু থেকেই ছিলেন বিতর্কের কেন্দ্রে। এবার আরও একবার খবরে উঠে এলেন এই সার্বিয়ান টেনিস তারকা। আগামীকাল থেকে শুরু হতে চলেছে উইম্বলডন। প্রথম দিনেই কোর্টে নামছেন জোকার। তবে এই মরসুমে উইম্বলডনই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম হতে চলেছে। তার কারণ, ইউ এস ওপেন থেকে ইতিমধ্যেই নাম তুলে নিয়েছেন এই সার্বিয়ান টেনিস তারকা।


ইউ এস ওপেনে নেই জকোভিচ


অস্ট্রেলিয়ার মাটিতে ভ্যাকসিন বিতর্কের পরও করোনার ভ্যাকসিন নেননি জকোভিচ। কোভিড নিয়ে কোনও বিধিনিষেধ সেভাবে না থাকায় অল ইংল্য়ান্ড ক্লাবের কোর্টে নামতে পারবেন সার্বিয়ান তারকা। তবে ইউ এস ওপেনে ভ্যাকসিন না নিলে অংশ নেওয়া যাবে না। এই নিয়ে জকোভিচকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে টুর্নামেন্টে তিনি অংশ নিচ্ছেন না।


তবে জকোভিচের সামনে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে পিট সাম্প্রাসের রেকর্ড ছোয়ার সুযোগ রয়েছে। এবারের টুর্নামেন্ট জিতলে টানা চারবার খেতাব জিতবেন জোকার। যদিও তাঁকে টেক্কা দিতে পারেন নাদাল। পায়ের চোট যদি বিশাল না ভোগায় তবে উইম্বলডনেও খেতাব জয়ের অন্যতম দাবিদার স্প্যানিশ টেনিস কিংবদন্তী। ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে জকোভিচকে হারিয়ে দিয়েছিলেন। এরপর সেমিফাইনাল ও ফাইনালে জিতে গ্র্যান্ডস্লামের সংখ্য়া বাড়িয়ে নিয়েছেন নাদাল। 


এই মুহূর্তে সর্বাধিক গ্র্যান্ডস্লামের তালিকায় শীর্ষে রয়েছেন নাদাল। তাঁর ঝুলিতে রয়েছে ২২টি ট্রফি। দ্বিতীয় স্থানে রয়েছেন জকোভিচ ও ফেডেরার। ২ জনের ঝুলিতেই ২০টি করে গ্র্যান্ডস্লাম। ফেডেরার যদিও এবারের উইম্বলডনে খেলছেন না। উল্লেক্য, জকোভিচ আগামীকাল দক্ষিণ কোরিয়ার কুওন সুন ওয়ের বিরুদ্ধে খেলতে নামবেন। অন্য়দিকে নাদাল ২৭ তারিখ নামবেন আর্জেন্তিনার ফ্রান্সিসকো কিউরনডোলোর বিরুদ্ধে।


আরও পড়ুন: প্রিয় চান্দু স্য়ারকে রঞ্জির অ্য়ালেক্স ফার্গুসন বললেন দীনেশ কার্তিক