লন্ডন: এক দশক পর সম্প্রতি আবার উইম্বলডনের (Wimbledon 2025) সেন্টার কোর্টে দেখা মিলেছে তাঁর। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৫ সালে শেষবার তাঁকে উইম্বলডনে কোর্টের পাশে বসে ম্যাচ দেখতে দেখা গিয়েছিল। সোমবার, ৭ জুলাই কোহলিকে ফের একবার অল ইংল্যান্ড ক্লাবে দেখা গেল। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তিনি নোভাক জকোভিচের (Novak Djokovic) ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন।

কোহলিকে সেন্টার কোর্টে কালই দেখা গিয়েছিল। তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় জকোভিচের ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার এক দৃশ্য ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেন। ক্যাপশনে টিম ইন্ডিয়ার মহাতারকা লেখেন, 'দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী থাকলাম। তবে এটা যোদ্ধার (জকোভিচ) জন্য তো নিত্যদিনের ব্যাপার।' এবার কোহলির স্টোরির রিপ্লাইও দিলেন জকোভিচ। নিজের স্টোরিতে কোহলির স্টোরি শেয়ার করে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস মহাতারকা লেখেন, 'আমায় সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ।' 

 

জোকারের ধন্যবাদ জ্ঞাপন

এই ম্যাচে একেবারে যোদ্ধার মতোই লড়াই করেন জকোভিচ। অ্যালেক্স ডি মিনাউরের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়েই পড়েন তিনি। কেরিয়ারে প্রথমবার ঘাসের কোর্টের স্ল্যামে প্রথম রাউন্ড তিনি ১-৬ ব্যবধানে পরাজিত হন। তবে জকোভিচের ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত, তিনি যোদ্ধা। হারের আগে হার মানেন না, শেষ পর্যন্ত লড়াই করেন। এদিনও তেমনটাই দেখা গেল। প্রথম সেট খোয়ানোর পর পরের তিন সেটে তিনি নিজের স্বমহিমায় ফেরেন। ৬-৪, ৬-৪, ৬-৪ স্কোরে পরের তিন সেট জিতে ম্যাচও জিতে নেন সার্বিয়ান মহাতারকা। 

এইসবের মাঝেই আবার কোহলির ঠিকানা ফাঁস হয়ে গিয়েছে। বিরাট যে লন্ডনে থাকেন, তা নিয়ে বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাঁকে লন্ডনের রাস্তাঘাটে হেঁটে চলতে দেখা গিয়েছে বহুবার। কিন্তু তাঁর সঠিক ঠিকানা নিয়ে নিশ্চয়তা ছিল না। তবে ইংল্যান্ড প্রাক্তনী জনাথন ট্রট হঠাৎ করেই ক্যামেরায় বিরুষ্কার বাসস্থানের ঠিকানা জানিয়ে ফেলেন। তিনি জানান কোহলিরা লন্ডনের সেন্ট জনস উডে থাকেন। অতীতে কোহলির নটিং হিলে থাকার কথা শোনা গিয়েছিল। কিন্তু ট্রট চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্টের ব্রডকাস্টার সঙ্গে কথা বলার সময়ই জানান যে কোহলিরা সেন্ট জনস উডসে থাকেন।

উত্তর-পশ্চিম লন্ডনে অবস্থিত এই স্থানটি সুন্দর বাড়িঘরের জন্য বেশ জনপ্রিয়। সেখানে সম্ভবত কোহলিরা নিজেদের আস্তানা গড়েছেন। যদিও এই ঠিকানাটাই যে কোহলির বর্তমান ঠিকানা, তা নিশ্চিত নয়।