লন্ডন: উইম্বলডনে (Wimbledon 2022) টানা ২৭ তম জয় পেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সার্বিয়ার এই টেনিস তারকা সেমিফাইনালে হারিয়ে দিলেন ব্রিটেনের ক্যাম নরিকে। প্রথম সেট হেরে গিয়েও পরের তিন সেটে টানা জয় পেয়ে ম্যাচ জিতে যান জোকার। এই নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে অষ্টমবার ফাইনালে পৌঁছে গেলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।  


প্রখর গরম, অল ইংল্যান্ড কোর্টে নোভাক ঝড়


অন্যান্য দিনের তুলনায় প্রখর গরম ছিল গতকাল। অল ইংল্যান্ড কোর্টে ম্যাচের শেষে সেই কথা বলতে শোনা গিয়েছিল জকোভিচের মুখেও। শুরু থেকেই তাই দুজনকেই বেশ অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল। ক্রমেই তোয়ালে দিয়ে ঘাম মুছতে দেখা যাচ্ছিল জোকারকে। প্রথম সেটে হেরেও যান অপ্রত্যাশিতভাবে। টুর্নামেন্টের নবম বাছাই নরি প্রথম সেটে একপেশে লড়াইয়ে সার্বিয়না তারকাকে হারিয়ে দেবেন এ কথা কেউ ভাবতেও পারেননি। কিন্তু এই ভাবে হেরেও প্রত্যাবর্তন করাটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন জকোভিচ। 


পরের তিন সেটে টানা জয়


এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে টানা জিতে যান নোভাক। দ্বিতীয় সেটে জকোভিচের অভিজ্ঞতা নিঁখুত ড্রপ শট ও শক্তিশালী ব্যাকহ্যান্ডের সামনে নাজেহাল হয়ে যান নরি। সেই সেট ৬-৩ ব্যবধানে জয় পান জোকার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উইম্বলডনে ১১ বার সেমিফাইনালে উঠেছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। সেই মতো পরের ২ সেটও জিতে ম্যাচ জিতে যান। উইম্বলডনে ওপেন যুগে তৃতীয় খেলােয়াড় হিসেবে ৩৫ বছর বা তার বেশি বয়সে ফাইনালে ওঠার নজর গড়লেন জকোভিচ। এর আগে রজার ফেডেরার ও কেন রোসওয়াল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। টুর্নামেন্টের ফাইনালে নিক কির্গিয়সের বিরুদ্ধে খেলতে নামবেন জকােভিচ। আগের বার মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার জিতলে টানা চারবার উইম্বলডন খেতাব জিতবেন জোকার।


আরও পড়ুন: মহৎ উদ্যোগ, সৌরভের পঞ্চাশতম জন্মদিনে ক্যান্সার আক্রান্ত শিশুদের উপহার বিলি