কলম্বো: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে সরানোর দাবিতে মিছিল শুরু হওয়ার আগেই কলম্বো (colombo) জুড়ে অনির্দিষ্টকালের জন্য় কার্ফু (curfew) জারি করল প্রশাসন। সতর্ক থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকেও। মাসের পর মাস ধরে জ্বলছে শ্রীলঙ্কা (Sri lanka)। জ্বালানি থেকে খাবারদাবার, সব কিছুরই সঙ্কট চরমে। সরকারের বিরুদ্ধে অপদার্থতার অভিযোগে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। সবটা মাথায় রেখেই আগাম সতর্কতা। 


কী পরিস্থিতি শ্রীলঙ্কায়?


     ৫ হাজার ১০০ কোটি ডলারের ঋণ শোধ করতে আগেই নিজের অপারগতা মেনে নিয়েছে শ্রীলঙ্কা। চাল, ডাল, তেল থেকে জ্বালানি, কিছুই প্রায় নেই। মূল্যবৃদ্ধি সীমাহীন। এর দায় নিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে সরতে হবে, দাবি শ্রীলঙ্কার বড় অংশের বাসিন্দার। সেই চাপ বাড়াতেই শনিবার রাজধানীতে মিটিং-মিছিল করবেন কাতারে কাতারে মানুষ। তার আগে, শুক্রবার কলম্বোতে  সরকার-বিরোধীদের উপচে পড়া ভিড়। সরকার ও প্রতিবাদী, দুপক্ষকেই শান্তিতে শনিবার সমাবেশ করতে আর্জি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। কিন্তু গত কয়েক মাস ধরে যা চলছে তার পর শান্তির আশা দূর অস্ত। বিক্ষোভের জেরে গত মে-তেই প্রাণ হারিয়েছেন নজন। জখম বহু। অভিযোগের তির রাজাপক্ষে সমর্থকের দিকে।  


আগাম সতর্কতা


  পরিস্থিতি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য কলম্বো ও সংলগ্ন শহরতলিতে কার্ফু ঘোষণা করেছেন পুলিশকর্তা। বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু দেশের যা পরিস্থিতি তাতে এই আবেদনে সাড়া মিলবে এমন আশা কম। উত্তেজনা বাড়ছে। তবে পড়শির দুর্দশায় আগেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। দ্বীপরাষ্ট্রের অনাথ আশ্রমে অর্ধাহারে থাকা সাড়ে তিনশোর বেশি, অভুক্ত অবস্থায় থাকা সাড়ে দশ হাজারের বেশি শিশুর জন্য চাল আর ডাল নিয়ে আজ কলকাতা বন্দর থেকে জাহাজ রওনা দিয়েছে শ্রীলঙ্কার দিকে।


  কিন্তু কালকে কী হবে, সেই অপেক্ষায় গোটা দেশ।


আরও পড়ুন:অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা