সিনসিনাটি: একেই হয়তো বলে মধুর প্রতিশোধ। উইম্বলডনের ফাইনালে পরাজয়ের যন্ত্রণা সামান্য হলেও হয়তো কমল নোভাক জকোভিচের (Novak Djokovic)। সিনসিনাটিতে ওয়েস্টার্ন ও সাদার্ন ওপেনের ফাইনালে স্পেনের নতুন তারা কার্লোস আলকারাজ়কে (Carlos Alcaraz) হারিয়ে দিলেন সার্বিয়ার মহাতারকা। আর জয়ের সেলিব্রেশনেই জকোভিচ বুঝিয়ে দিলেন, অল ইংল্যান্ড টেনিস কোর্টে রাফায়েল নাদালের স্বদেশীয় জুনিয়র খেলোয়াড়ের কাছে হার তাঁকে কতটা বিব্রত করেছিল।


ওয়েস্টার্ন ও সাদার্ন ওপেনের ফাইনালে আলকারাজ়কে ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে হারিয়ে কোর্টেই টি-শার্ট ছিঁড়ে ফেললেন জোকার। তারপর চলল তাঁর বিজয়োৎসব। অন্যদিকে, প্রথম সেট জিতে উইম্বলডন ফাইনালের মতোই ফলাফলের প্রত্যাশা করেছিলেন আলকারাজ়। বাকি দুই সেটে প্রবল লড়াই করেও টাইব্রেকারে দুই সেট খুইয়ে হতাশা গোপন করতে পারলেন না স্পেনের তরুণ। কান্নায় ভেঙে পড়লেন আলকারাজ়।


প্রথম সেট ৭-৫ জিতে নিয়েছিলেন আলকারাজ়। তবে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান জোকার। পরের দুই সেট জিতে ম্যাচ ও ট্রফি নিশ্চিত করার পরই কোর্টে শুয়ে পড়েন সার্বিয়ার কিংবদন্তি। তারপর নেটের কাছে গিয়ে আলকারাজ়েরক সঙ্গে করমর্দন করেন। এরপরই টি শার্ট ছিঁড়ে ফেলে হুঙ্কার দেন। নিজের ব়্যাকেট ও পরে টি-শার্ট ছুড়ে দেন গ্যালারির দিকে। 


 






প্রায় চার ঘণ্টা ধরে চলল হাড্ডাহাড্ডি ম্যাচ। আলকারাজ়কে ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে হারিয়ে উইম্বলডনের হারের বদলা নিলেন জকোভিচ। এই নিয়ে তৃতীয় বার এই মাস্টার্স ওপেন জিতলেন জকোভিচ। পাশাপাশি এটি তাঁর রেকর্ড ৩৯তম ১০০০ পয়েন্টের মাস্টার্স ট্রফি। ৩৬ বছরের সার্বিয়ান টেনিস তারকা একমাত্র খেলোয়াড় যিনি সবকটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জিতেছেন। মন্টে কার্লো মাস্টার্স (২ বার) বাদ দিলে সবকটি এটিপি ১০০০ টুর্নামেন্ট তিন বার করে জিতেছেন জকোভিচ। পিছনে ফেলে দিয়েছেন রাফায়েল নাদালকে।


রাফার এটিপি মাস্টার্স ১০০০ ট্রফির সংখ্যা ৩৬। ১৯৯০ সালে এই সিরিজ শুরু হওয়ার পর তাঁরা দু’জনই কমপক্ষে ৩০টি করে ট্রফি জিতেছেন। ২০২৩ সালে জকোভিচের এটি চতুর্থ খেতাব জয়। ওপেন যুগে কেন রোজ়ওয়ালকে ছাপিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে সিনসিনাটিতে চ্যাম্পিয়ন হলেন জকোভিচ।


আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial