লন্ডন: চতুর্থবার বিশ্বকাপের ফাইনালে উঠে প্রথম ট্রফি জয়ের জন্য ভাগ্যকেই কৃতিত্ব দিচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। বিশ্বকাপ জেতার পর তিনি বলেছেন, ‘আমাদের চেয়ে এবারের বিশ্বকাপে অনেক ভাল খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি বলে চ্যাম্পিয়ন হয়েছি। আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। আমি আদিলের (রশিদ) সঙ্গে কথা বলেছিলাম। ও আমাকে বলে, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’
এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরম্যান্সের প্রশংসা করে মর্গ্যান আরও বলেছেন, ‘গ্রুপ পর্যায়ে দুর্দান্ত খেলেছে নিউজিল্যান্ড। ওরা ধারাবাহিকতা দেখিয়েছে। ভারতীয় দল দারুণ শক্তিশালী ছিল। সেমিফাইনালে ওদের বিরুদ্ধে নির্মম খেলা দেখায় নিউজিল্যান্ড।’
মর্গ্যান আরও বলেছেন, ‘বিশ্বকাপ জেতার পরেও আমার জীবনে আশা করি বিশেষ কোনও পরিবর্তন হবে না। আমি জীবন উপভোগ করি। আমি শান্ত জীবন কাটাই। সেটা আশা করি বদলাবে না। তবে অন্যদের জীবনে যদি কোনও পরিবর্তন আসে, তাহলে আমার ভাল লাগবে। যারা চায়, তাদের জীবন বদলাক। আমি নিজের জীবন নিয়ে খুশি।’
গোটা বিশ্বকাপে নিউজিল্যান্ড ভাল খেলেছে, কিন্তু ফাইনালে আমরা ঈশ্বরের সহায়তা পেয়েছি, বলছেন ইয়ন মর্গ্যান
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jul 2019 02:31 PM (IST)
মর্গ্যান আরও বলেছেন, বিশ্বকাপ জেতার পরেও আমার জীবনে আশা করি বিশেষ কোনও পরিবর্তন হবে না।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -