ক্রাইস্টচার্চ: বল বিকৃতির ঘটনায় নির্বাসিত অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের পাশে দাঁড়ালেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। বল বিকৃতির ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তবে ওয়ার্নার খারাপ মানুষ নন বলে মন্তব্য করেছেন কিউই দলের ব্যাটিং তারকা।
আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে নিউজিল্যান্ড। কিন্তু এই ম্যাচের আগেও ছায়া ফেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়া দলের বল বিকৃতির কেলেঙ্কারি। কিউই অধিনায়ক জানিয়েছেন, তিনি ওয়ার্নারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
বল বিকৃতির ঘটনা ওয়ার্নারই ছিলেন মূল চক্রী। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এ কথা জানা গেছে। উইলিয়ামসন বলেছেন,'এটা লজ্জাজনক ঘটনা। কোনও দলই এই কাজ বরদাস্ত করবে না। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনা মিটে যাবে.. কিন্তু বিতর্ক চলতেই থাকবে । আমি বলতে চাই যে, ও মোটেই খারাপ ছেলে নয়। ও একটা ভুল করেছে এবং তা স্বীকারও করেছে এবং ওই কাজ নিয়ে ওরা খুবই হতাশ'।
বল বিকৃতি কেলেঙ্কারির ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করেছে। যাঁকে মাঠে বল বিকৃত করতে দেখা গিয়েছিল সেই ক্যামেরন ব্যানক্রফ্টের নয় মাসের নির্বাসন হয়েছে।
স্মিথ অনন্ত দু বছর দলের নেতৃত্বের ভার পাবেন না। অন্যদিকে, ওয়ার্নারকে কখনওই অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই সাজা অত্যন্ত কড়া বলে মন্তব্য করেছেন উইলিয়ামসন। একইসঙ্গে ব্যক্তি হিসেবে ওয়ার্নারের পাশেও দাঁড়িয়েছেন তিনি।
কিউই অধিনায়ক বলেছেন, কোনওভাবেই ও খারাপ মানুষ নয়। ওরা (স্মিথ ও ওয়ার্নার) একটা ভুল করেছে, ওরা তা স্বীকারও করেছে।নিজেদের কাজে ওরা হতাশ। ওদের সাজা ভুগতে হবে, সেই সাজা বেশ কড়া।
একইসঙ্গে উইলিয়ামসন বলেছেন, এটা খুবই লজ্জার যে দুজন বিশ্বমানের খেলোয়াড় এমন ভুলটা করে বসল।
ব্যাগি গ্রিন দলের কোচ ডারেন লেম্যান দলের মনোভাব বদলের প্রয়োজনের কথা বলেছেন। তিনি নিউজিল্যান্ডের উদাহরণ তুলে ধরে বিপক্ষকে সম্মান প্রদর্শন করে কীভাবে খেলতে হয়, তা রপ্ত করার কথা বলেছেন।
প্রাক্তন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলাম ও কোচ মাই হেসনের জমানায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অথচ নিয়মানুগ নীতি গ্রহণ করেছিল নিউজিল্যান্ড। এই ধারা মেনেই তাঁরা খেলতে চান বলে জানিয়েছেন উইলিয়ামসন।