বেঙ্গালুরু: বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। অভিষেক বিশ্বকাপে (World Cup 2023) বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন তরুণ কিউয়ি ওপেনার। পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে এদিনের ম্যাচে ৯৪ বলে ১০৮ রান হাঁকিয়েছেন রবীন্দ্র। নিজের ইনিংস ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিন তেন্ডুলকরকে একটি বিষয় টেক্কা দিয়ে দিলেন রবীন্দ্র। এই মুহূর্তে তাঁর বয়স ২৩ বছর। ২৫ পূর্ণ করার আগে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক সেঞ্চুরি ছিল সচিনের। তাঁর ঝুলিতে ছিল দুটো শতরান। তাঁকেও টেক্কা দিয়ে দিলেন রাচিন। পঁচিশ পূর্ণ করার আগে সর্বাধিক তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন রাচিন। 


বিশ্বকাপের এক মরসুমে কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বাধিক তিনটি শতরান হাঁকানোর নজিরও গড়লেন রবীন্দ্র। এর আগে গ্লেন টার্নার ১৯৭৫ সালে দুটো শতরান হাঁকিয়েছিলেন। মার্টিন গাপ্তিল ২০১৫ সালে দুটো ও কেন উইলিয়ামসন ২০১৯ সালে দুটো শতরান হাঁকিয়েছিলেন। তালিকায় এবার সবার আগে উঠে এলেন রাচিন রবীন্দ্র।


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই ম্যাচেই অবশেষে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচ দলে ফেরেন। প্রথমে ব্যাট করতে নেমে দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র শুরুটা দুরন্তভাবে করে। দুই ওপেনার অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তবে ৬৮ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন হাসান আলি। শর্ট বলে ৩৫ রানে আউট হন কনওয়ে। তবে দীর্ঘদিন পরে মাঠে ফিরেই নিজের ছন্দে দেখায় উইলিয়ামসনকে। 


রবীন্দ্র ও উইলিয়ামসন দ্বিতীয় উইকেটে ১৮০ রান যোগ করেন। মাত্র ২৯ ওভারেই দুইশো রানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। দুই তারকা ব্যাটারই তড়তড়িয়ে শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে ৯৫ রানেই উইলিয়ামসনকে সাজঘরে ফিরতে হয়। তাঁকে আউট করেন ইফতিকার। অবশ্য রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় শতরান হাতছাড়া করেননি। তিনি ১০৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। 


এর আগে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন রাচিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরপরে নিজের দ্বিতীয় বিশ্বকাপ শতরান হাঁকিয়েছিলেন কিউয়ি তারকা। এদিন তৃতীয় শতরান হাঁকান। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। ডি এল এস নিয়মে পাকিস্তান নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে দিয়েছে এদিনের ম্যাচে।