কলকাতা:  ওয়ান ডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (indian womens cricket team)। আর এই সিরিজকেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছেন দলের অভিজ্ঞ তারকা পেসার ঝুলন গোস্বামী (jhulan goswami)। এটাই নিজের শেষ বিশ্বকাপ। তাই নিজের সবটুকু নিংড়ে দিতে চান এই টুর্নামেন্টে ঝুলন। তিনি মনে করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার থেকেই সেখানকার আবহাওয়া সম্পর্কে বুঝে উঠতে পারবে মেয়েরা। ১৮ সদস্যের ভারতীয় দল ও ৩ রিজার্ভ প্লেয়ার সবাই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আগামী ২৪ জানুয়ারি রওনা দেবেন। 


তার আগে এক সাক্ষাৎকারে ঝুলন বলেন, ''নিউজিল্যান্ডে বিরুদ্ধে আমাদের ওয়ান ডে সিরিজ খেলার সুযোগ রয়েছে, যা আমাদের সেখানকার আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল হতে সাহায্য করবে। এছাড়া ওখানে ভীষণ হাওয়া দেয়, সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগে। একজন বোলার হিসেবে আমি সবসময় বলি যে হাওয়া যেখানে জোরে বয়, সেখানে শুরুর দিকে বল করা খুব সমস্যার।''


ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল বেছে নিলেন নির্বাচকেরা। দলের অধিনায়ক মিতালি রাজই (Mithali Raj)। প্রত্যাশামতোই বাংলার তিন ক্রিকেটার রয়েছেন দলে। ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রিচা ঘোষ (Richa Ghosh) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ম্যাচও খেলবে ভারতীয় দল।


বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিউজিল্যান্ডে গিয়ে কিউয়ি মহিলা দলের সঙ্গে পাঁচটি ওয়ান ডে খেলবে ভারত। ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ ফেব্রুয়ারি (নেপিয়ার), ১৪ ফেব্রুয়ারি (নেলসন), ১৬ ফেব্রুয়ারি (নেলসন), ২২ ফেব্রুয়ারি (কুইন্সটাউন) ও ২৪ ফেব্রুয়ারি (কুইন্সটাউন)। যেহেতু নিউজিল্যান্ডেই আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ, তাই অনেক আগেই নিউজিল্য়ান্ডে পৌঁছে প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারতীয় দল। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া।