নয়াদিল্লি: আগামীকাল, রবিবার, নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। আর সেই দলে হার্দিক পাণ্ড্য প্রত্যাবর্তন ঘটাতে পারেন বলে জানিয়েছেন বোর্ডের এক প্রভাবশালী কর্তা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ২৪ জানুয়ারি শুরু হচ্ছে সফর। ঠিক সেই সময়ই ভারতীয় এ দল নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে। বোর্ড সূত্রে খবর, বিরাট কোহলিদের সফর চলাকালীন জরুরি ভিত্তিতে কোনও ক্রিকেটার দরকার হলে তা এ দল থেকে নিয়ে নেওয়া হবে।

দলে ফিরতে পারেন হার্দিক। চোটের কারণে যিনি বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ওয়ান ডে এবং প্রস্তুতি ম্যাচে ফিটনেসের প্রমাণ দিতে পারলে ফেরানো হতে পারে বঢোদরার অলরাউন্ডারকে।

বোর্ডের এক কর্তা বলেছেন, ‘হার্দিকের ক্ষেত্রে শুধু দেখা হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মতো ফিট ও হয়েছে কি না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনার অবিচ্ছেদ্য অঙ্গ হার্দিক।’ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে হার্দিক। তাঁর কোমরে অস্ত্রোপচারও হয়েছে।