মুম্বই: ব্যাটসম্যান-উইকেটকিপার ঋষভ পন্থ নতুন বছর পড়তে না পড়তেই সব্বাইকে জানিয়ে দিয়েছিলেন বান্ধবী ঈশা নেগির কথা, যাতে তাঁকে ঘিরে গুজব না ছড়ায়। কিন্তু গুজব কি এত সহজে পিছু ছাড়ে! গত বছর শোনা যাচ্ছিল, ঋষভের সঙ্গে বলিউড নায়িকা ঊর্বশী রাউতেলার বেজায় ভাব হয়েছে। আর ঋষভ বান্ধবীর কথা প্রকাশ্যে আনার পরেও তাঁর সঙ্গে ঊর্বশীর ‘সম্পর্ক’ নিয়ে এখনও এত কথা চলছে, যে তিনি ঊর্বশীকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছেন। তবে ঊর্বশীর পরিচিতরা দাবি করছেন, এ সবই নাকি নেহাত গুজব, ঋষভ ঊর্বশীকে ব্লক করেননি। তবে এ নিয়ে তাঁদের দুজনের কেউই মুখ খোলেননি এখনও। টিম ইন্ডিয়ার আর এক পরিচিত মুখ হার্দিক পাণ্ড্যর সঙ্গেও ঊর্বশীর মাখামাখির খবর ছড়িয়েছিল। কিন্তু হার্দিকও এই নতুন বছরে জানিয়েছেন, তিনি এনগেজমেন্ট সেরেছেন বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে।