ওয়েলিংটন: তাঁর বলের স্যুইং সামলাতে হিমশিম খান বিশ্বের তাবড় ব্যাটাররা। নিউজিল্যান্ডের পেসার সেই টিম সাউদি (Tim Southee) এবার ব্যাট হাতে গড়ে ফেললেন কীর্তি। টেস্ট ক্রিকেটে ছক্কা মারার নিরিখে ধরে ফেললেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। সাউদির সামনে এবার আর এক কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস (Viv Richards)।


নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি সে দেশের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন। তবে এ বার তিনি ব্যাট হাতে অনন্য নজির গড়ে ফেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং রেকর্ড স্পর্শ করে ফেললেন। টিম সাউদি ব্যাট হাতে বিগ হিটার হিসেবে পরিচিত। শনিবার দ্বিতীয় দিনের শেষে তিনি ১৮ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর ছোট্ট এই ইনিংসে তিনি দু'টি ছক্কা হাঁকান।


টেস্ট কেরিয়ারে মোট ৭৮টি ছক্কা মারা হয়ে গেল সাউদির। ধোনিকে স্পর্শ করেন টিম সাউদি। টেস্ট ক্রিকেটে তিনি ধোনির সমান ছক্কা হাঁকিয়ে ফেললেন। এখন কেভিন পিটারসেন এবং ম্যাথু হেডেনের নজির স্পর্শ করার অপেক্ষায়। কেভিন পিটারসেন টেস্ট কেরিয়ারে মোট ৮১টি ছক্কা হাঁকিয়েছেন। আর ম্যাথু হেডেন মেরেছেন ৮২টি ছক্কা। আর সাউদি যদি তাঁর ছক্কা হাঁকানোর দৌড় যালিয়ে যান, তবে তিনি খুব শীঘ্রই টপকে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসকেও। টেস্টে ভিভের মারা মোট ছক্কার সংখ্যা ৮৪টি।


২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার আগে তিনি মোট ৯০টি টেস্ট খেলেছিলেন। ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি সহ ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছিলেন এবং সর্বোচ্চ ২২৪ রান করেছিলেন। অন্য দিকে টিম সাউদি পাঁচটি হাফ সেঞ্চুরি সহ ১৫.৯৪ গড়ে ১৮৯৮ রান করেছেন। এবং অপরাজিত ৭৭ রান তাঁর সর্বোচ্চ স্কোর। 


সাউদির প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকস সম্প্রতি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামকে ছক্কার নিরিখে টপকে গিয়েছেন। গড়ে ফেলেছেন নয়া রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন বেন স্টোকসের ঝুলিতে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্টোকস ১০৯টি ছক্কা মারার নজির গড়েন। ম্যাকালামের ছিল ১০৭টি ছক্কার নজির। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টিম সাউদি তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন। প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস (৮৭টি ছক্কা) এবং ম্যাকালামের পরে তিনি রয়েছেন। সাউদি টপকে যেতে পারেন কেয়ার্নসকেও।




আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার