ইসলামাবাদ: নিরাপত্তাজনিত কারণে আচমকাই পাকিস্তান (Pakistan) সফর বাতিল করে দিল নিউজিল্যান্ড (New Zealand)। প্রথম ওয়ান ডে শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে। এই সফরে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল কিউয়িদের। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল শুক্রবার। রাওয়ালপিণ্ডিতে। কিন্তু ম্যাচ খেলার জন্য টিম হোটেল থেকে বারই হননি নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতেও দেওয়া হয়নি।


নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, সরকারি তরফে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দলকে সতর্ক করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শুক্রবার থেকেই পাকিস্তান বনাম  নিউজিল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নে তা বাতিল করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ রাওয়ালপিন্ডিতে আজ ছিল প্রথম ম্যাচ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানে নিউজিল্যান্ড দলের সুরক্ষা সংক্রান্ত হুমকির জেরে এই সিরিজ বাতিল করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের কাছে সুরক্ষা সংক্রান্ত হুমকি আসার পর নিউজিল্যান্ডের সুরক্ষা উপদেষ্টার পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই সফর আর চালু থাকবে না৷"



এদিকে নিউজিল্যান্ডের দাবি করা সুরক্ষা সংক্রান্ত তত্ত্বকে মানতে নারাজ পাক ক্রিকেট বোর্ড৷ তাদের দাবি, সফরকারী দলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল৷ পরিস্থিতি সামলাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তিনি দাবি করেছেন, পাকিস্তানের ইন্টেলিজেন্স পৃথিবীর অন্যতম সেরা। তাই এই ধরনের কোনও ভয়ের ব্যাপার থাকলে তাঁরা নিশ্চয় জানতেন৷



দীর্ঘ ১৮ বছর বাদে এদিন থেকে রাওয়ালপিন্ডিতে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছিল৷ কিন্তু এভাবে সিরিজ না হওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে৷ সেই সঙ্গে বাবর আজমদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও ধাক্কা খেতে পারে।