বার্মিংহ্যাম: গতকাল ভারত-বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে নজর কেড়ে নেওয়া ৮৭ বছর বয়সি ক্রিকেটভক্ত চারুলতা পটেলের সঙ্গে দেখা করে তাঁকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলির টিকিট দেওয়ার কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমনই জানিয়েছেন চারুলতা।

বয়সজনিত কারণে হুইলচেয়ারে করে মাঠে আসতে বাধ্য হলেও, চারুলতার উৎসাহে বিন্দুমাত্র ঘাটতি দেখা যায়নি। তিনি ভুভুজেলা বাজাচ্ছিলেন, ভারতের অন্য সমর্থকদের সঙ্গে উল্লাস প্রকাশ করছিলেন। খেলা শেষ হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন বিরাট ও রোহিত শর্মা। তাঁরা এই বৃদ্ধাকে প্রণাম করেন। সোশ্যাল মিডিয়ায় চারুলতার সঙ্গে তোলা ছবিও পোস্ট করেন ভারতের অধিনায়ক।



এ বিষয়ে চারুলতা জানিয়েছেন, ‘খেলা শেষ হওয়ার পর বিরাট আমার সঙ্গে দেখা করতে আসে। ও আমার পা ছুঁয়ে প্রণাম করে এবং আমি ওকে আশীর্বাদ করি। আমি ওকে বলেছি ভাল খেলা বজায় রেখে বিশ্বকাপ জিততে। আমি সবসময় ভারতীয় দলের সাফল্যের জন্য প্রার্থনা করি। হৃদয় থেকে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’

চারুলতা আরও জানিয়েছেন, ‘বিরাট আমাকে বলে, বাকি দু-তিনটি ম্যাচেও আমাকে গ্যালারিতে দেখতে চায়। আমি ওকে বলি, আমার কাছে টিকিট নেই। তখন ও আমাকে বলে, টিকিট নিয়ে ভাবতে হবে না। ও আমাকে টিকিট দেবে।’