ধর্মশালা: বিশ্বকাপে (ODI World Cup) এক ম্যাচের পরই প্রশ্ন উঠে গেল ধর্মশালায় (Dharmasala) হিমাচল ক্রিকেট সংস্থার (HPCA) স্টেডিয়ামের মাঠের মান নিয়ে। নরম, বালির ভাগ বেশি থাকা মাঠে ক্রিকেটারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সকলে। ফিল্ডিং করার সময় আফগানিস্তানের মুজিব উর রহমান ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ডাইভ দিতেই তাঁর হাঁটু নরম মাটিতে গেঁথে যায়। বেকায়দায় পড়ে যান তিনি। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল আফগান তারকার। আর তারপর থেকেই ধর্মশালার মাঠ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর আফগানিস্তান দলের এক সদস্য এ-ও অভিযোগ করেছেন যে, ধর্মশালার মাঠ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তান দলের ওই সদস্য বলেছেন, 'দেখে খুব খারাপ লেগেছে। ক্রিকেট খেলার জন্য এত সুন্দর একটা জায়গা। কিন্তু মাঠ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি নয়। একদমই ঠিক মাঠ নয়। হতে পারে বৃষ্টির জন্য এই পরিস্থিতি, কিন্তু মাঠ এখনও তৈরি নয়।' তিনি যোগ করেছেন, 'কিউরেটর বলেছেন প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু এভাবে চলতে থাকলে কেউ না কেউ চোট পেয়ে যাবে।'




তবে ধর্মশালার মাঠ নিয়ে প্রশ্ন এই প্রথম উঠল না। এ বছরের গোড়ায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ সরিয়ে নিতে হয়েছিল মাঠে যথেষ্ট পরিমাণ ঘাস নেই বলে। তারপর মাঝ সেপ্টেম্বরে মাঠের ঘাসে ফাঙ্গাস সংক্রমণ হয়েছিল বলেও জানা যায়। দ্রুত সেই সমস্যার সমাধান করা উচিত বলেও সেই সময় জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। 





বাংলাদেশ ম্যাচের পর আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট সাংবাদিক বৈঠকে বলেছেন, 'এমনই পরিস্থিতি ছিল যে, ক্রিকেটারেরা বুঝতে পারছিল না ডাইভ দেবে না দেবে না। আমরা দেখেছি বিশ্বের সর্বত্র ক্রিকেটারদের উৎসাহিত করা হয় ফিল্ডিংয়ের মানের উন্নতি করার জন্য। কিন্তু তারপর যদি চোট পেয়ে যাওয়ার ভয় তৈরি হয়... আমরা তো ভাগ্যবান যে মুজিবের হাঁটুতে বড়সড় চোট লেগে যায়নি।'


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে বিপাকে পড়েছিলেন নিউজ়িল্যান্ডের ডেভন কনওয়েও। সেই প্রসঙ্গও মনে করিয়ে দিয়েছেন ট্রট। বলেছেন, 'নিউজ়িল্যান্ডের ডেভন কনওয়েরও এরকম অভিজ্ঞতা হয়েছিল। এটা নিয়ে আয়োজকদের দেখা উচিত। কাউকে দোষারোপ করছি না। কিন্তু ভবিষ্যতে এই ব্যাপারটা দেখা উচিত।'




দিন দুয়েকের মধ্যে ধর্মশালায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২২ অক্টোবর ধর্মশালায় খেলবে ভারত ও নিউজ়িল্যান্ড। তার আগে মাঠ নিয়ে কোনও পদক্ষেপ করা বা কেন্দ্র বদলের মতো কড়া কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।




আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial