লখনউ: প্রথমে স্টিভ স্মিথ (Steve Smith)। তারপর মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট পরাজয়ের (ODI World Cup) পরে দু'জনের আউট নিয়ে ক্ষোভে ফুঁসছে অস্ট্রেলিয়া শিবির।


লখনউয়ের একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৩১২ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার (Aus vs SA) স্কোর তখন ৫০/২। ইনিংসের দশম ওভারে কাগিসো রাবাডার বল আছড়ে পড়ে স্মিথের প্যাডে। আম্পায়ার জোয়েল উইলসন আউটের জোরাল আবেদন নাকচ করে দেন। এরপরেই তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।


তারপর স্মিথ বিস্মিত হয়ে দেখেন যে, বল ট্র্যাকিংয়ে দেখাচ্ছে সেটি লেগস্টাম্পে লাগত। যা দেখে আম্পায়ার উইলসনকেও বেশ হতবাক হতে দেখা যায়। তিনি নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন। ১৬ বলে ১৯ রান করে মাথা নাড়তে নাড়তে মাঠ ছেড়ে বেরিয়ে যান স্মিথ। বারবার মাঠের জায়ান্ট স্ক্রিনের রিপ্লের দিকে চেয়েছিলেন। চেহারায় প্রবল বিরক্তি।


যদিও এই আউটের সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার ম্যাথু হেডেন ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, 'মাথা যতই নাড়ুন না কেন, বল স্টাম্পে লাগছিল।'


দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন পোলক (Shaun Pollock) বলেন, 'দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা একশো শতাংশ নিশ্চিত হয়েই ডিআরএস নিয়েছিল অস্ট্রেলিয়ার দুই ব্যাটার অবশ্য হতভম্ব হয়েছে।'


পরে অস্ট্রেলিয়া ইনিংসের ১৮তম ওভারে রাবাডার একটি বল লেগ সাইডে খেলতে যান স্টোইনিস। বাঁদিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি'কক। কট বিহাইন্ডের জোরাল আবেদন করা হয়। উইলসন এবারেও তা নাকচ করে দেন। ফের ডিআরএস নেয় দক্ষিণ আফ্রিকা। রিপ্লে-তে দেখা যায় বল স্টোইনিসের গ্লাভসে লেগেছে। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলে কট বিহাইন্ড দেন। ব্যাখ্যা দেন, 'ওর টপ হ্যান্ডের সঙ্গে বটম হ্যান্ড লেগেছিল।' যদিও স্টোইনিস আম্পায়ারের সঙ্গে তর্ক করেন। বলেন যে, তাঁর যে হাতে বল লেগেছে, সেই হাত ব্যাটের সংস্পর্শে ছিল না। ৪ বলে ৫ রান করে ফেরেন স্টোইনিস। মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন।


যা দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'আজব সিদ্ধান্ত। স্প্লিট স্ক্রিনে দেখলে বোঝা যাবে, ওর দুই হাতের মধ্যে বেশ ব্যবধান ছিল।' ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন বলেন, 'সত্যিই অদ্ভূত। আমার মনে হয়েছে ওর বটম হ্যান্ড ব্যাটের হ্যান্ডলে ছিল না। আম্পায়ার বললেন দুই হাত সংস্পর্শে ছিল।'


শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৭৭ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ১৩৪ রানে ম্য়াচ হারে দক্ষিণ আফ্রিকার কাছে।


আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial