কলকাতা: চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারেই বেরোতে দেখা গেল তাঁকে। পরে গাড়িতে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।  সূত্রের খবর, পা-কোমরে চোট লাগা সত্ত্বেও SSKM-এ ভর্তি থাকতে চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। MRI এবং অন্য পরীক্ষানিরীক্ষা হওয়ার পর দেখা যাচ্ছে, চোট গুরুতরই। কিন্তু হাসপাতালে মমতা থাকতে চাইছেন না বলে খবর মিলেছিল। 


কী ভাবে আহত হন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, হাঁটতে সমস্যা হচ্ছে তৃণমূলনেত্রীর। এসএসকেএমে নিয়ে গিয়ে তাঁর এমআরআই করানো হয়েছে। বাঁ হাঁটু, কোমরের পেশিতে চোট ধরা পড়ায় কম হাঁটাচলা করতে পরামর্শ দেন চিকিৎসকরা, এমনই খবর এসএসকেএম সূত্রে। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। তাতে প্রবল দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি সেবক বায়ুসেনাঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। সেখানেই কপ্টার থেকে নামার সময় পায়ে-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও আঘাত পান তিনি। তিনি কেমন আছেন জানতে, কলকাতা থেকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে ট্যুইটারে লেখেন, 'জরুরি অবতরণের পর সুরক্ষিত আছেন জেনে স্বস্তি পেলাম'। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি অবতরণ, জানাল বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA। জানা গিয়েছে, সেবক বায়ুসেনা ঘাঁটির কর্তারা মুখ্যমন্ত্রী ও কপ্টারের অন্যান্য যাত্রীদের পাশের সেনা কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে গাড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা।  মমতা প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই চোট কতটা গুরুতর খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকরা। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে  চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় SSKM-এ। সেখানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে এদিন কষ্ট করেই গাড়ি থেকেই নামেন মমতা। সেখানে হুইলচেয়ার আনা হয় তাঁর জন্য। কিন্তু ফিরিয়ে দেন মমতা। কোনও মতে, পা টেনে টেনেই হেঁটে এগোতে থাকেন মমতা। তাঁর বাঁ হাত ধরে ছিলেন হাসপাতালের এক নার্স। ডান দিকও সাপোর্ট ছিল মমতার। সেই অবস্থাতেই কোনও রকমে পা টেনে ভিতরে ঢোকেন। শোনা যায়, উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনটি বরাদ্দ হয়েছে মমতার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা হওয়ার কথা। তাঁর হাঁটতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। 

কটাক্ষ বিরোধীদের...
ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee Injury)? বার বার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়,' কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এতেই শেষ নয়। বললেন, 'জানেন সবথেকে বড় চোট কোথায়, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়ার কথা ছিল'। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সুকান্ত। কার্যত একসুর শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammed Salim) গলায়। বললেন, 'মাটিতে পা রেখে চলতে শিখুন। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?'


আরও পড়ুন:তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা 'উদ্ধার', ধৃত প্রার্থীর স্বামী