মুম্বই: কার্যত এক পায়ে ধুন্ধুমার। পেশির ভয়ঙ্কর টান। দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলছিলেন যেন। ফিজিও মাঠে ঢুকে চিকিৎসা করেন। নাছোড় মনোভাবকে সঙ্গী করে ফের ব্যাটিং শুরু করেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। সারাক্ষণ ছিল প্রাণান্তকর চাপ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ম্যাচ জেতানো ইনিংস বিশ্বক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছে। যে ইনিংসকে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিও ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বলে দিচ্ছেন। ম্যাড-ম্যাক্সের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি ওয়াংখেড়েতে।
ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানই অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তিনি ভেঙে দিলেন শেন ওয়াটসনের রেকর্ড। ২০১১ বিশ্বকাপে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়াটসন। তালিকায় তিন নম্বরে ম্যাথু হেডেন। ২০০৭ বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৮১ রান করেছিলেন হেডেন।
মঙ্গলবার ২১টি বাউন্ডারি মারার পাশাপাশি ১০ ছক্কা মেরেছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি। বিশ্বকাপে মোট ৪৩টি ছক্কা মেরেছেন ম্যাড-ম্যাক্স। এ বি ডিভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নারকে পেরিয়ে গেলেন তিনি। দুজনই ৩৭টি করে ছয় মেরেছেন। ৪৯টি ছক্কা মেরে শীর্ষে ক্রিস গেল। ৪৫ ছক্কা মেরে দুই নম্বরে রয়েছেন রোহিত শর্মা।
ম্যাক্সওয়েল গড়েছেন আর এক কীর্তি। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ২০১ ওয়ান ডে ক্রিকেটে রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তিনি ভেঙে দিলেন পাকিস্তানের ফখর জামানের রেকর্ড। ২০২১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৩ রান করেছিলেন ফখর। সেটাই এতদিন ছিল বিশ্বরেকর্ড। তালিকায় তিন নম্বরে রয়েছেন শেন ওয়াটসন। ২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অপরাজিত ১৮৫ করেছিলেন ওয়াটসন। চার নম্বরে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অপরাজিত ১৮৩ করেছিলেন মাহি। ২০১২ সালে মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৮৩-ই করেছিলেন বিরাট কোহলি। তিনি তালিকার পাঁচ নম্বরে।
বিশ্বকাপে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ১৫৮ করেছিলেন স্ট্রস। সেই রেকর্ডও ভেঙে দিলেন ম্যাক্সওয়েল।
ওপেনার নন, এরকম ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। ম্যাক্সওয়েল টপকে গেলেন জ়িম্বাবোয়ের চার্লস কভেন্ট্রিকে। ২০০৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৪ রান করে অপরাজিত ছিলেন কভেন্ট্রি। ওপেনার নন, এরকম ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল স্যর ভিভ রিচার্ডসের। ১৯৮৭ বিশ্বকাপে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮১ রান করেছিলেন তিনি। সেই রেকর্ডও ভাঙলেন ম্যাক্সওয়েল। ওয়ান ডে ক্রিকেটে ছয় বা তার নীচে ব্যাট করতে নামা ক্রিকেটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ রানের ইনিংস খেলার কৃতিত্ব ছিল কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিলের সেই অপরাজিত ১৭৫ রানের ইনিংস ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছে। সেই নজিরও পেরিয়ে গেলেন ম্যাক্সওয়েল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ২০২ রান যোগ করেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স। ওয়ান ডে ক্রিকেটে সপ্তম বা আরও নীচের কোনও পার্টনারশিপে এটাই সর্বোচ্চ রানের জুটি। ২০১৫ সালে ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদের ১৭৭ রানের পার্টনারশিপকে ছাপিয়ে গেলেন ম্যাক্সওয়েল-কামিন্স।
ম্যাক্সওয়েলের ব্যাটের ঝড়ে ঘায়েল আফগানরা। বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন