পূর্ব বর্ধমান: বর্ধমানে ৪০ লাখ টাকা সহ পাকড়াও চালকল মালিক। বর্ধমানের তেলিপুকুরে গাড়ির ডিকি থেকে উদ্ধার ৪০ লক্ষ টাকা। ধৃতের নাম অচিন্ত্যকুমার যশ।গতকাল রাতে বর্ধমান-আরামবাগ রোডে নাকাতল্লাশির সময় আটক, সকালে গ্রেফতার। ব্যবসার টাকা বলে দাবি ধৃত চালকল ব্যবসায়ীর। যদিও কোনও তার সপক্ষে কোনও নথি দেখাতে পারেননি তিনি, দাবি পুলিশ সূত্রের। 


তখনও রেশ কাটেনি। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর টিভির পর্দায় কোটি কোটি নোট গোনার দৃশ্য দেখে কার্যতই ঘুম ছুটেছে অনেকেরই। আর বছর পড়তেই কলকাতায় ফের 'যকের ধন' উদ্ধার হয়েছিল। পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫০ লক্ষ টাকা। কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police Special Task Force) ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার করা হয়েছিল ১ কোটি টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ, পরে জানা গিয়েছিল উদ্ধার হওয়া অঙ্কের পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয়েছিল রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দা।


পার্ক স্ট্রিটে নির্দিষ্ট খবর পেয়ে একটি গাড়িকে থামিয়ে দিয়েছিল পুলিশ। যেখানে গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয়েছিল যকের ধন। পাঁচশো, দু'হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছিল। যে টাকা কার বা কীসের প্রশ্ন করা হলেও যার সদুত্তর না মেলায় গাড়িতে থাকা ব্যবসায়ী রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করেছিল পুলিশ (Police)। ঘটনার দিন বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ পার্ক স্ট্রিট দিয়ে গাড়িটি যাচ্ছিল। খবর মিলেছিল, গাড়িতে করে টাকা পাচার করা হচ্ছিল। যার পরই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েই মিলেছিল বিপুল অর্থের খোঁজ।


আরও পড়ুন, থেমে নেই শুভেন্দুতেই, শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে এবার প্রশ্ন কুণালের


এর আগেও গড়িয়াহাটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। গত কয়েকমাস ধরেই কলকাতা থেকে জেলা একাধিক জায়গা থেকেই উদ্ধার হয়েছিল যকের ধন (Kolkata Money Recovered)। গাড়ি থেকে অর্থ উদ্ধার ছাড়াও বালিগঞ্জ, বড়বাজার সহ একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছিল অর্থ। পরপর অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক তরজাও। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)