করাচি: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকেই গেলেন নাসিম শাহ (Naseem Shah)। ফলে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং আক্রমণের ঝাঁঝ কমল বৈকি!


নাসিমের পরিবর্তে হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, নাসিমের সেরে উঠতে সময় লাগবে। পাশাপাশি দলে একজন বাড়তি লেগস্পিনার রেখেছে পাকিস্তান। উসামা মীরকে রাখা হয়েছে ১৫ জনের দলে। যিনি এই বছরের গোড়ায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন। তবে এশিয়া কাপের দলে ছিলেন না।


বাবর আজ়মের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। দলের সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। কিন্তু তাঁদের সব থেকে বড় চিন্তার কারণ হয়ে রইলেন তরুণ পেসার নাসিম। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট সারতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তিনি বলেন, 'বিশ্বকাপে নাসিমের পক্ষে খেলা সম্ভব নয়। তার পরেও সময় লাগবে। চিকিৎসকেরা জানিয়েছেন যে, ওর ম্যাচ ফিট হতে সময় লাগবে। তাই বিশ্বকাপের মাঝে ওকে দলে ফেরানোর কোনও সম্ভাবনা নেই। সেটার নিয়মও নেই।'


পেস বোলিং বিভাগ সামলাবেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি ও মহম্মদ ওয়াসিম। রিজার্ভ হিসাবে রাখা হয়েছে মহম্মদ হ্যারিসকে। ইনজামাম বলেছেন, 'নাসিম না থাকায় আমাদের এমন কাউকে দরকার ছিল যে নতুন বলে বোলিং করবে। তাই হাসান আলিকে দলে নেওয়া। ও নতুন ও পুরনো দুই বলেই ভাল বোলিং করে। ও আসা মানে দলের প্রাণশক্তি বাড়বে।' গত বছরের জুন মাসে শেষবার পাকিস্তানের হয়ে ওয়ান ডে খেলেছেন হাসান।


 






পাকিস্তানের বিশ্বকাপের দল: ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লা শফিক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউল শাকিল, ইফতিকার আমেদ, আঘা সলমান, শাদাব খান, উসামা মীর, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান আলি।


আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial