মুম্বই : গ্রুপপর্ব শেষ। এবার বিশ্বকাপের (World Cup 2023) দুই সেমিফাইনাল ও ফাইনাল। আর মাত্র ৩ মেগা ম্যাচ। আগামী রবিবারই বোঝা যাবে, কাদের মাথায় উঠবে ক্রিকেটের বিশ্বযুদ্ধে সেরার শিরোপা। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই যেমন একদিকে, তেমনই উল্টোদিকে রয়েছে ব্যক্তিগত সম্মান পাওয়ার হাতছানিও। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নয়ে নয় করেছে ভারত। আর মেন ইন ব্লুর চোখ ধাঁধানো যে পারফরম্যান্সে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বোলাররা। 


মহম্মদ শামি (Mohammed Shami), জসপ্রীত বুমরাহরা (Jasprit Bumrah) প্রবলভাবে রয়েছেন চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে। যে তালিকায় আপাতত শীর্ষে অস্ট্রেলিয়ার বোলার অ্যাডাম জাম্পা। বিশ্বকাপের সেমিফাইনালের ঠিক আগে একঝলকে দেখে নেওয়া যায় এবারের ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে আপাতত কোন বোলার দাঁড়িয়ে রয়েছেন ঠিক কোথায় ?


গ্রুপপর্বের শেষে আপাতত শীর্ষে অ্যাডাম জাম্পা (Adam Zampa)। ৯ ম্যাচে মোট ২২ উইকেট অজি স্পিনারের। কোনও বিশ্বকাপের মঞ্চে অজি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ডও গড়ে ফেলেছেন জাম্পা। ১৯৯৯ বিশ্বকাপে শেন ওয়ার্নের ২০ টি ও ২০০৭ বিশ্বকাপে ব্র্যাড হগের ২১ শিকার ছিল ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে কোনও অজি স্পিনারের পক্ষে সর্বাধিক উইকেট। 


দুই নম্বরে রয়েছেন দিলশান মাদুশাঙ্কা। শ্রীলঙ্কার পেসার ৯ ম্যাচে ২১ উইকেট নিয়ে শেষ করেছেন অভিযান। এদিকে, চলতি বিশ্বকাপে মোট ১৮ উইকেট নিয়ে শাহিন শাহ আফ্রিদি আপাতত তালিকার ৩ নম্বরে। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে দুই প্রোটিয়া পেসার। গেরাল্ড কোয়েৎজের ঝুলিতেও ১৮ উইকেট। তিনি রয়েছেন ৪ নম্বরে। আর তার ঠিক পরেই মার্কো ইয়ানসেন। ১৭ উইকেট বাঁ হাতি প্রোটিয়া পেসারের ঝুলিতে।


নেদারল্যান্ডসের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে মোট ১৭ উইকেট নেওয়া হয়ে গিয়েছে জসপ্রীত বুমরাহের। রয়েছেন তালিকার ছয় নম্বরে। তাঁর ঠিক পরেই রয়েছেন আর এক ভারতীয় পেসার মহম্মদ শামি। ঝুলিতে এখনও পর্যন্ত ১৬ উইকেট। মেন ইন ব্লু-র অপর বোলার রবীন্দ্র জাদেজার ঝুলিতেও ১৬ উইকেট। মিচেল স্যান্টনার, বাস ডে লিড ও হ্যারিস রউফের রয়েছে ১৬ টি করে উইকেট।                     


 



 


আরও পড়ুন- আইসিসি হল অফ ফেমে স্থান, ঝলকে বীরেন্দ্র সহবাগের অনন্য কিছু ক্রিকেট কীর্তি