বেঙ্গালুরু : ৫, ৪, ৫ ও ২। মাত্র ৪ ম্যাচে মোট ১৬ শিকার। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের মঞ্চে আগুনে ছন্দে রয়েছেন মহম্মদ শামি (Mohameed Shami)। ইতিমধ্যে হাসিল করে ফেলেছেন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার (Highest Indian World Cup Wicket Takers) হওয়ার নজির। এবার চলতি বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকার হওয়ার তাজও কি মাথায় পরতে পারবেন শামি ? পরিসংখ্যান বিচারে এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে তিনি ?


বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ কার্যত শেষের পথে। রবিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ইতি পড়বে যে পর্বে। সেই ম্যাচে নামার আগে ঠিক কী অবস্থা চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার ? শামিই বা ঠিক কোথায় ? তথ্য জানাচ্ছে, ৪ ম্যাচে মোট ১৬ উইকেট। চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারের বিচারে এই মুহূর্তে তালিকার ছয় নম্বরে রয়েছেন মহম্মদ শামি। এই মুহূর্তের হিসেবে, তালিকায় শীর্ষে পৌঁছতে তাঁর প্রয়োজন আরও সাত উইকেট।


গ্রুপপর্বের শেষে আপাতত শীর্ষে অ্যাডাম জাম্পা (Adam Zampa)। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন অজি স্পিনারটি। যার সুবাদে ৯ ম্যাচে মোট ২২ উইকেট নিয়ে এই মুহূর্তে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার শীর্ষে জাম্পা। কোনও বিশ্বকাপের মঞ্চে অজি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ডও গড়ে ফেলেছেন জাম্পা। ১৯৯৯ বিশ্বকাপে শেন ওয়ার্নের ২০ টি ও ২০০৭ বিশ্বকাপে ব্র্যাড হগের ২১ শিকার ছিল ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে কোনও অজি স্পিনারের পক্ষে সর্বাধিক উইকেট। সেমিফাইনালের যুদ্ধে নামার আগেই যা টপকে গিয়েছেন জাম্পা। 


দুই নম্বরে রয়েছেন দিলশান মাদুশাঙ্কা। শ্রীলঙ্কার পেসার ৯ ম্যাচে ২১ উইকেট নিয়ে শেষ করেছেন অভিযান। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে মোট ১৮ উইকেট নিয়ে শাহিন শাহ আফ্রিদি উঠে এসেছেন তালিকায় ৩ নম্বরে। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে দুই প্রোটিয়া পেসার। গেরাল্ড কোয়েৎজের ঝুলিতেও ১৮ উইকেট। তিনি রয়েছেন ৪ নম্বরে। আর তার ঠিক পরেই মার্কো ইয়ানসেন। ১৭ উইকেট বাঁ হাতি প্রোটিয়া পেসারের ঝুলিতে।


তালিকায় ছয়ে শামি। পাশাপাশি এই মুহূর্তে নয় নম্বরে জয়প্রীত বুমরাহ। বুম বুমের ঝুলিতে রয়েছে ১৫ উইকেট। ১৪ উইকেট রয়েছে রবীন্দ্র জাদেজার। 


আরও পড়ুন- বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট, লজ্জার তালিকায় ভারতের কাপজয়ী তারকাও