পুণে: দীর্ঘ ২৪ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন বাংলাদেশের (IND vs BAN) দুই ওপেনার। তানজিদ হাসান ও লিটন দাস মিলে ততক্ষণে ১৪.৪ ওভারে তুলে ফেলেছেন ৯৩ রান। যা ১৯৯৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) পাকিস্তানের বিরুদ্ধে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রানের ওপেনিং জুটির রেকর্ডকে ছাপিয়ে গেল। টুর্নামেন্টে প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরানো ভারতীয় বোলিং আক্রমণকে তখন সাদামাটা দেখাচ্ছিল। গোদের ওপর বিষফোঁড়ার মতো হার্দিক পাণ্ড্যর চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যাওয়া। কারও কারও মনে হচ্ছিল, এশিয়া কাপের সুপার ফোরের সেই দুঃস্বপ্ন ফের ফিরবে না তো ভারতীয় শিবিরে? এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে একমাত্র ধাক্কাটা দিয়েছিল তো এই বাংলাদেশই। নিয়মরক্ষার ম্যাচে হারিয়ে।
তবে ভারতকে ম্যাচে ফেরালেন সেই বোলাররাই। বিশেষ করে দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নিলেন জাডেজা। কুলদীপ ১০ ওভারে ৪৭ রান খরচ করে নিলেন এক উইকেট। তানজিদ হাসানকে (৫১ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান চায়নাম্যান স্পিনার। লিটন দাসকে (৬৬ রান) ফিরিয়ে দেন সৌরাষ্ট্রের বাঁহাতি স্পিনার জাডেজা। শাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তকেও ফেরান জাডেজা। মেহেদি হাসান মিরাজ়কে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ়। একটা সময়ে বিনা উইকেটে ৯৩ থেকে ১৩৭/৪ হয়ে যায় বাংলাদেশ।
যখন মনে হচ্ছে যে, ভারতীয় বোলাররা মারণকামড় দিতে চলেছেন, তখনই ব্যাট হাতে ক্রিজে জমে যান শাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার, বহু যুদ্ধের সৈনিক মুশফিকুর রহিম ও মাহমাদুল্লাহ। যশপ্রীত বুমরার বলে মুশফিকুরের ক্যাচ যখন অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ব্যাকওয়ার্ড পয়েন্টে লুফলেন জাডেজা, ততক্ষণে মূল্যবান ৩৮ রান করে ফেলেছেন বাংলাদেশের উইকেটকিপার। মাহমাদুল্লাহকেও ফেরান বুমরাই। তাঁর নিখুঁত ইয়র্কারের জবাব ছিল না মাহমাদুল্লাহর কাছে। তবে ৩৬ বলে ৪৬ রান করে মাহমাদুল্লাহই নিশ্চিত করে দিলেন যে, লড়াই করার মতো স্কোরে পৌঁছবে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ তুলল ২৫৬/৮। ভারতকে ম্য়াচ জিততে তুলতে হবে ২৫৭ রান। বাংলাদেশের বোলিংয়ের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ যেতে হবে রোহিতদের, সালকিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে বললেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন