নয়াদিল্লি: প্রিয় মানুষের জন্মদিন, তাঁর জন্য শুভেচ্ছাবার্তা থাকবে না তা কি সম্ভব? আজ ৩৫-এ পা দিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli Birthday)। আপাতত বার্থডে বয় কলকাতায় (Kolkata)। ইডেন গার্ডেনে (Eden Gardens) আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ (IND Vs SA)। ফলে তাঁকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই মাঝে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে স্বামীকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। জানালেন ভালবাসাও।


বিশ্বকাপের ম্যাচ খেলতে কলকাতায় বিরাট, ইনস্টাগ্রামে শুভেচ্ছা অনুষ্কার


আজ ৩৫ বছরে পা দিলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বেশ মজার কিছু ছবি পোস্ট করলেন অনুষ্কা। প্রথম ছবিতেই একটি প্রতিবেদনের অংশ। সেখানে লেখা যে, 'বিরাট কোহলি হচ্ছেন একমাত্র ক্রিকেটার যিনি T20I কর্মজীবনে শূন্যতম বলে উইকেট নিয়েছেন'। তারপরের ছবিতেই দেখা গেল মজার অঙ্গভঙ্গী করে দাঁড়িয়ে বিরাট। পরনে ভারতের জার্সি। তৃতীয় ছবিতে স্বামী-স্ত্রীর সেলফি। ছবির সিরিজ পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বিরাট সত্যিই নিজের জীবনের প্রত্যেক ক্ষেত্রেই ব্যতিক্রমী! তবুও কিছু একটা ভাবে বারবার নিজের উজ্জ্বল মুকুটে সেরার পালক জুড়তেই থাকে। আমি তোমাকে ভীষণ ভালবাসি, এই জীবনে, তারপরে এবং অশেষ সেই ভালবাসা, তা যে কোনও আকার, আকৃতি বা যাই হোক না কেন।'


 






বিশ্বকাপের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের ধুন্ধুমার আজ। যুদ্ধের অপেক্ষায় ক্রিকেটের নন্দনকানন। আজ, রবিবার, ৫ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা, ঠিক দুপুর ২টো থেকে। এদিকে জন্মদিনে তিলোত্তমায় কিং কোহলি। এই উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket association of Bengal) তরফে কোহলিকে বিশেষ উপহার দেওয়া হচ্ছে। বাংলার ক্রিকেট বোর্ড কোহলিকে সোনার ব্যাট উপহার দিতে চলেছে। বিরাটকে সিএবির তরফে উপহার দেওয়া ব্যাটে লেখা, 'আপনি প্রমাণ করে দিয়েছেন যে বয়স একটা সংখ্যা মাত্র এবং আপনি কঠোর পরিশ্রম, দায়বদ্ধতার এক জলজ্যান্ত উদাহরণ।'


আরও পড়ুন: Arijit-Ranbir: পা ছুঁয়ে প্রণাম, তারপরেই গলা জড়িয়ে আলিঙ্গন, মঞ্চে অরিজিৎ-রণবীর জুটি দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া


ম্যাচের আগেই বিরাটের হাতে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ই এই ব্যাট তুলে দেবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিরাটের জন্মদিনে সিএবির তরফে এক ত্রিস্তরীয় কেকও বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়েছে। অনুমতি পেলে মাঠেই সেই কেক কাটা হতে পারে, নয়তো সেই কেক পাঠিয়ে দেওয়া হবে ভারতীয় দলের সাজঘরে। অবশ্য শুধু সিএবি নয়, বিরাট অনুরাগীদের তরফেও তাঁদের প্রিয় ক্রিকেটারের জন্মদিনে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। রেড রোড থেকে ইডেন পর্যন্ত বিরাটের কাট আউটে দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial