আমদাবাদ: চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি আজ হতে চলেছে। আর কিছুক্ষণ পরেই ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান বিকেলে আমদাবাদে পৌঁছয় টিম ইন্ডিয়া। যদিও প্র্যাক্টিসে নামেনি রোহিত ব্রিগেড। তবে ভারতীয় দলের জন্য সুখবর, শুভমন গিলের নেটে স্বমহিমায় ব্য়াটিং করা। ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে এখন ডানহাতি ওপেনার পুরো সুস্থই। তবে ভারতীয় দল অনুশীলন না করলেও পুরোদস্তুর অনুশীলন সেরেছে গ্রিন আর্মি। ফুটবলে মাতলেন বাবর-রিজওয়ানরা। শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের পেপ টক দিতেও দেখা গেল পাক-ক্যাপ্টেনকে।
গত এশিয়া কাপে ২ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচটিতে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত বাহিনী। বিশ্বকাপের মঞ্চেও ২ দলের সাক্ষাতে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি বাবর আজমের দল। ইতিহাসের পুনরাবৃত্তি কি ফের হবে? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।
কাদের ম্যাচ?
আজ ১৪ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান ম্যাচ
কোথায় খেলা?
খেলাটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে
অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের
অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে না খেললেও খানিক সুস্থ হয়ে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে শুভমনের নেটে অনুশীলনে ফেরা দেখেই আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে তাঁর প্রত্যাশিত মাঠে নামা দেখতেই অপেক্ষায় রয়েছেন সকলে। আর মহালয়ায় মহারণের আগে শুভমন '৯৯ শতাংশ ফিট' জানিয়ে রোহিত বুঝিয়ে দিলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি বদলানোর সম্ভাবনাই প্রবল।
শুভমনকে নিয়ে প্রশ্নে ভারতীয় অধিনায়ক জানালেন, '৯৯ শতাংশ খেলার জায়গায় রয়েছে ও।' পাক ম্যাচে তাহলে দলে তিনি ফিরছেন কি না জানতে চাইলে অবশ্য হাসিমুখে রোহিতের জবাব, সেটা তো কালকেই দেখতে পাবেন। এশিয়া কাপ সহ গত বেশ কয়েকটি প্রতিযোগিতায় কার্যত স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন। আইসিসির বিচারে গত সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হয়েছে তিনি। শারীরিক অসুস্থতার জন্য অবশ্য বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল তাঁকে।
আমদাবাদে পৌঁছনোর পর নেটে অনুশীলনে নামার পর শুভমনের দলে ফেরা নিয়ে তৈরি হতে শুরু করেছিল প্রত্যাশা। এবার পাক মহারণের প্রাক্কালে রোহিতের মন্তব্যে কার্যত স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে। এমনিতেই আমদাবাদ শুভমনের চেনা মাঠ। আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের হয়ে প্রতিযোগিতার সেরা ব্যাটার ছিলেন তিনি। আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড ছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আর সেই মাঠেই এবার তাঁর বিশ্বকাপ অভিযান শুরু করার পথে শুভমন গিল।