আমদাবাদ : ক্রিকেটীয় লড়াইয়ে কার্যত একার দাপটে শেষ করে দিয়েছেন ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অতিমানবীয় ১৩৭ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ষষ্ঠ বিশ্বকাপ। আর তাঁর সুবাদে প্রশংসা নয়, ট্রাভিস হেডের (Travis Head) পরিবার পাচ্ছে খুন, ধর্ষণের হুমকি !


চরম লজ্জাজনক যে ঘটনা ঘটিয়েছিলেন তথাকথিত ভারতীয় ক্রিকেটভক্তরা ! যারা আদৌ ক্রিকেটভক্ত কি না, তা নিয়ে চলতে পারে অন্য এক তর্ক। তবে কয়েকজন ভারতীয়র যে কাজে, বলা ভাল কুকর্মে চূড়ান্ত লজ্জার মুখে পড়তে হয়েছে গোটা দেশকে।


ট্রাভিস হেডের পিছনের দিকে প্রায় ১১ মিটার দৌড়ে নেওয়া ক্যাচে রোহিত শর্মাকে সাজঘরে ফেরানো ছিল ফাইনালের অন্যতম টার্নিং পয়েন্ট। তারপর ব্যাট হাতে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের প্রবল বিক্রমের বোলিং সামলে ক্রিকেট বিশ্বযুদ্ধের ফাইনালে হাঁকানো শতরান অজিদের জিতিয়েছে হেক্সা। হাতের চোটে বিশ্বকাপের অর্ধেক সময়টাই ডাগআউটে বসে কাটানোর পর সুযোগ পেয়েই সেমিফাইনালে ও ফাইনালে ম্যাচের সেরা।


মোহিন্দর অমরনাথ (১৯৮৩), অরবিন্দ ডি সিলভা (১৯৯৬) ও শেন ওয়ার্নের (১৯৯৯) পর চতুর্থ ক্রিকেটার হিসেবে একই বিশ্বকাপের সেমিফাইনালে ও ফাইনালে ম্যাচের সেরা হওয়ার অনন্য নজির গড়েছেন ট্রাভিস হেড। পাশাপাশি রিকি পন্টিং (২০০৩) ও অ্যাডাম গিলক্রিস্টের (২০০৭) পর তৃতীয় অজি ব্যাটার হিসেবে ক্রিকেট বিশ্বযুদ্ধের ফাইনালে শতরান হাঁকানোর দুরন্ত রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।


ভারতীয় দল গোটা বিশ্বকাপে দুরন্ত খেললেও ফাইনালে তাঁদের ক্রিকেটীয় লড়াইয়ে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। পারফরম্যান্সের কাটাছেঁড়া চলার পাশাপাশি ক্রিকেটীয় যে সত্য মেনে নিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ২০০৩ সালের মতোই ফের একবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গ হলেও ভারতীয় ক্রিকেটভক্তরা অবশ্য ভাঙা মনেই স্পিরিট অফ ক্রিকেট বজায় রেখেই তারিফ করছেন অজি শিবিরের।


ফাইনালে অস্ট্রেলিয়া ভারতের থেকে ভাল ক্রিকেট খেলেছে, এই সহজ সত্য মেনে নিতে বেশ কিছুটা কষ্ট হলেও বাস্তব থেকে মোটেই মুখ ফিরিয়ে নেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ক্রিকেটপ্রেমীদের নামে তথাকথিত কয়েকজন বিকৃত মস্তিষ্কের মানুষ হেডের বিভিন্ন সোশাল প্ল্যাটফর্মে গিয়ে তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী ও বছরখানেকের একরত্তি মেয়েকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছেন। জঘন্য যে ঘটনায় কার্যত লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে আপাতত ক্রিকেটপ্রেমীদের।           



আরও পড়ুন- হাত ভেঙে অর্ধেক বিশ্বকাপে বাইরে থাকা হেডই নায়ক ফাইনালে, প্রশংসায় ভরালেন কামিন্স