লন্ডন: গতবারের চ্যাম্পিয়ন তারা। আসন্ন বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে পরিবর্তন করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। জেসন রয়ের (Jason Roy) পরিবর্তে দলে নেওয়া হল হ্যারি ব্রুককে (Harry Brook)। গতবার ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর জেসন রয় দল থেকে বাদ পড়লেন শেষ মুহূর্তে।


সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। সব দলই নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য নিজেদের ১৫ জন সদস্যের দল ঘোষণা করে দিল। গত মাসে ঘোষণা করা প্রাথমিক দলের সঙ্গে এই দলের একটাই পার্থক্য রয়েছে। ভারতে যে দল খেলতে আসবে, সেই দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস একদিনের ক্রিকেটে নিজের অবসর ভেঙে দলে ফিরে আসায় বাদ পড়েছিলেন হ্যারি। তবে মূল দলে ফের জায়গা করে নিলেন তিনি। প্রাথমিক দলের মতো মূল দলেও জায়গা হয়নি জোরে বোলার জোফ্রা আর্চারের। 


 






বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড এখন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে। সেখানে তারা তিনটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে। দলে জায়গা পাওয়া হ্যারি অবশ্য এই সিরিজে বিশেষ কিছু করতে পারেননি। তিন ম্যাচে যথাক্রমে তিনি ২৫, ২ ও ১০ রান করে আউট হয়ে যান। নিউজ়িল্যান্ড সিরিজে মাত্র একটি ম্যাচ খেলা আদিল রশিদ এই দলে জায়গা করে নিয়েছেন।


জোরে বোলার মার্ক উড অ্যাশেজ সিরিজের পর চোট সারিয়ে উঠেছেন। তবে অ্যাশেজ টেস্টের পর থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলেনি। অন্যদিকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ না খেলা জেসন রয় এই দলে জায়গা পাননি। চলতি বছরে ৬টি ওয়ানডে ম্যাচ খেলে ২টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে মনে করা হচ্ছে যে জেসনকে এই দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলি নিজেদের ক্রিকেটার অন্তর্ভুক্তি বা পরিবর্তন করতে পারবে। জস বাটলারকে অধিনায়ক রেখেই এই বছর কাপ যুদ্ধে ঝাঁপাতে চলেছে ইংরেজ ক্রিকেট দল।



আরও পড়ুন: নায়ক সিরাজ়, ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা ভারত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial