NZ vs SL Live Score: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুুটে জয় নিউজ়িল্যান্ডের, পাকিস্তানের সেমিতে পৌঁছনোর আশা কার্যত শেষ

ODI World Cup 2023: হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে।

ABP Ananda Last Updated: 09 Nov 2023 07:50 PM
NZ vs SL Live: এক পা সেমিতে

পরপর দুই বলে দুই চার মেরে নিউজ়িল্যান্ডের হয়ে জয় সুনিশ্চিত করলেন গ্লেন ফিলিপ্স। ১৬০ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিউজ়িল্যান্ড সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়েই রাখল। কিউয়িদের এই বড় জয়ে পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর অঙ্ক কঠিন হল।

NZ vs SL Live Score: ম্যাথিউজ়ের দ্বিতীয় সাফল্য

ম্যাচে শ্রীলঙ্কা একেবারে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে। আরও এক সাফল্য পেলেন ম্যাথিউজ়। এবার তাঁর শিকার ডারিল মিচেল। ২৩ ওভার শেষে কিউয়িদের স্কোর ১৭১/৫। ম্যাচ জিততে প্রয়োজন আর মাত্র আট রান। 

NZ vs SL Live: লঙ্কানদের জোড়া সাফল্য

জয়ের দিকে দ্রুতই অগ্রসর হচ্ছে নিউজ়িল্যান্ড। তবে শ্রীলঙ্কানরাও খানিকটাও লড়াই দেখাচ্ছে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের বলে প্লেড অন হন কেন উইলিয়ামসন। নতুন ব্যাটার মার্ক চ্যাপম্যানও সাত রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে ১৫০ রান বোর্ডে তুলে ফেলল নিউজ়িল্যান্ড। ২১ ওভার শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৫০/৪।   

NZ vs SL Live Score: জয়ের দিকে এগোচ্ছে নিউজ়িল্যান্ড

অর্ধশতরান হাতছাড়া করলেন নিউজ়িল্যান্ড ক্রিকেট দলের আরেক ওপেনার রচিন রবীন্দ্র। ৪২ রানে আউট হলেন রবীন্দ্র। তবে জয়ের দিকে তড়তড়িয়ে এগোচ্ছে কিউয়িরা। ১৭ ওভার শেষে কিউয়িদের স্কোর ১১৮/২। ডারিল মিচেল ২২ ও উইলিয়ামসন ৯ রানে ব্যাট করছেন।

NZ vs SL Live: লঙ্কানদের প্রথম সাফল্য

অর্ধশতরানের দোরগোড়ায় সাজঘরে ফিরলেন ডেভন কনওয়ে। কিউয়ি তারকা ওপেনারকে ৪৫ রানে আউট করেন ডেভন কনওয়ে। ৮৬ রানে প্রথম উইকেট হারাল নিউজ়িল্যান্ড। 

NZ vs SL Live Score: দুরন্ত ছন্দে কিউয়ি ওপেনাররা

সপ্তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলল নিউজ়িল্যান্ড ক্রিকেট দল। দুরন্ত ছন্দে দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র। আট ওভার শেষে কিউয়িদের স্কোর বিনা উইকেটে ৬৩ রান। কনওয়ে ৩৫ ও রবীন্দ্র ২৮ রানে ব্যাট করছেন।

NZ vs SL Live: চার মেরে শুরু

চার মেরে নিউজ়িল্যান্ডের হয়ে খাতা খুললেন ডেভন কনওয়ে। এক ওভার শেষে স্কোর বিনা উইকেটে চার রান।  

NZ vs SL Live Score: ১৭১ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা

রাচিন রবীন্দ্রর বলে ফিরলেন দিলশান মধুশঙ্কা (১৯)। ৪৬.৪ ওভারে ১৭১ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ম্যাচ জিততে ১৭২ রান তুলতে হবে নিউজ়িল্যান্ডকে।

NZ vs SL Live Score: ৪৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৫/৯

লড়াই করছেন শ্রীলঙ্কার টেল এন্ডাররা। ৪৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৫/৯।

NZ vs SL Live Score: ৪৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৫/৯

লড়াই করছেন শ্রীলঙ্কার টেল এন্ডাররা। ৪৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬৫/৯।

NZ vs SL Live: ৩৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩৭/৯

দুষ্মন্ত চামিরাকে (১) ফেরালেন রাচিন রবীন্দ্র। ৩৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩৭/৯।

ODI World Cup 2023 Live: ২৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১১৩/৮

স্যান্টনারের বলে ফিরলেন ধনঞ্জয় ডি'সিলভা (১৯)। চামিকা করুণারত্নেকে ফেরালেন লকি ফার্গুসন (৬)। ২৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১১৩/৮। 

NZ vs SL Live: ম্যাথিউজ়কে ফেরালেন মিচেল স্যান্টনার

অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে (১৬ রান) ফেরালেন মিচেল স্যান্টনার। ১৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৪/৬।

NZ vs SL Live: ১০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৪/৫

৮ বলে ৮ রান করে বোল্টের বলে ফিরলেন চারিথ আসালঙ্কা। ২৮ বলে ৫১ রান করে লকি ফার্গুসনের শিকার কুশল পেরেরা। ১০ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৭৪/৫।

ODI World Cup 2023 Live: ৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৪/৩

দ্বিতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে (২) ফেরালেন টিম সাউদি। ট্রেন্ট বোল্ট পরপর ফেরালেন কুশল মেন্ডিস (৬) ও সাদিরা সমরাবিক্রমা (১)-কে। ৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৪/৩।

ODI World Cup: টসে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ফিল্ডিং নিল নিউজ়িল্যান্ড

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা। টসে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ফিল্ডিং নিল নিউজ়িল্যান্ড।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: এক মাসের ওপর টানা ক্রিকেট। ৪০ ম্যাচ। তারপর এমন একটা ম্যাচ, যার ওপর দাঁড়িয়ে বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালের অঙ্ক। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা (NZ vs SL)। সেমিফাইনালের অঙ্কে টিকে থাকতে জিততেই হবে কিউয়িদের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চার নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসনরা।


তবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। শেষ ম্যাচে ইডেনে শনিবার যাদের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচে পাকিস্তান জিতলে শেষ চারের দরজা খুলে যেতে পারে বাবর আজ়মদের। যে কারণে জয় মহার্ঘ নিউজ়িল্যান্ডের। অন্যদিকে, শ্রীলঙ্কা শিবিরও ২ পয়েন্টের জন্য মরিয়া। আপাতত ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের প্রথম সাত দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে। তাই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে ওপরের দিকে ওঠার চেষ্টা করবেন কুশল মেন্ডিসরা।


আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে।


বেঙ্গালুরুর আকাশের মুখ ভার। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বরুণদেবের রুদ্ররোষে কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। আর সেক্ষেত্রে নিউজ়িল্যান্ড ৯ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। শনিবার ইডেনে পাকিস্তান জিতলেই ১০ পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে।


নিউজ়িল্যান্ডকে যে সেমিফাইনালের টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটা সময় কেউ ভাবতেই পারেননি। কারণ, প্রথম চার ম্যাচই জিতেছিলেন কিউয়িরা। কিন্তু তারপর টানা ৪ হার। যার মধ্যে অস্ট্রেলিয়ার ৩৮৮ রান তাড়া করে ৩৮৩ তুলেও হারতে হয়েছে। আর পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪০১ রান তুলেও ফখর জামানের দাপটে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে।


নিউজ়িল্যান্ডের সমস্যা হচ্ছে যে, পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ২ দিন পরে। বাবররা কী করলে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যেতে পারবে, সেই অঙ্কটা ম্যাচের আগেই পরিষ্কার হয়ে যাবে পাক শিবিরের কাছে। নিউজ়িল্যান্ড শিবির তাই চাইবে বৃহস্পতিবার বড় ব্যবধানে জিততে। যাতে পাকিস্তানের সামনে কোনও অবান্তর পরিস্থিতি তৈরি হয়।   


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


         

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.