মুম্বই : কুইন্টন ডি কক ও হেনরিখ ক্লাসেনের ব্যাটিং তাণ্ডবের পর মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদাদের দুরন্ত বোলিং। বাংলাদেশকে পর্যুদস্ত করে জিতল দক্ষিণ আফ্রিকা। ১৪৩ রানের বিশাল ব্যবধানে। বড় জয়ের সুবাদে প্রোটিয়া ব্রিগেড ৫ ম্যাচের শেষে রান রেটে এগিয়ে থেকে পৌঁছে গেল বিশ্বকাপের লিগ তালিকার দু'নম্বরে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৩৮২ রানের ম্যামথ স্কোর খাড়া করে প্রোটিয়া ব্রিগেড। জবাবে শুরু থেকেই ক্রমাগত উইকেট খুইয়ে ধুঁকতে ধুঁকতে শেষমেশ ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। মাহমুদুল্লাহ ১১ টি চার ও ৪ টি ওভার বাউন্ডারির ১১১ রানের দুরন্ত ইনিংস না খেললে বিড়ম্বনার পাল্লা আরও বেশ কিছুটা ভারী হত টাইগারদের। তবে একা মাহমুদুল্লাহের লড়াই ছাড়া গোটা ম্যাচে বাংলাদেশের পক্ষে বলার মতো কোনও তথ্যই সেভাবে নেই।
বরং ব্যাট হাতে কুইন্টন ডি ককের তাণ্ডব ও একের পর এক রেকর্ড ও শেষপর্বে হেনরিখ ক্লাসেনের যোগ্য সঙ্গত হয়ে থাকল ম্যাচের উপজীব্য। চলতি বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে সর্বোচ্চ (১৭৪) রানের ইনিংস খেলার পাশাপাশি ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেট বিশ্বযুদ্ধে তাঁর ব্যক্তিগত তৃতীয় শতরানও হাঁকান কুইন্টন ডি কক (Quinton De Kock)। ১৪০ বলে ১৫ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে ১৭৪ রানের ম্যামথ ইনিংস খেলেন প্রোটিয়া উইকেট কিপার-ব্যাটার।
পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের চলতি বিশ্বকাপে হাঁকানো ১৬৩ রানের গণ্ডি টপকে যাওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রহকারীও হয়ে গেলেন ডি কক। চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডিও টপকে গেলেন ডি কক (৪০৭)। ওয়াংখড়ে যখন ডি ককের দাপুটে ইনিংসের রেশ পুরোটা কাটাতে পারেনি, তখনই আবার দুরন্ত ছন্দে থাকা হেনরিখ ক্লাসেন (Henrich Klassen) শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ২ টি চার ও ৮ টি বিশাল ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন দুরন্ত ছন্দে থাকা ক্লাসেন। শেষপর্বে ১৫ বলে ৪ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড মিলারও। সব মিলিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেটে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোওয়াতে থাকে বাংলাদেশে। মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামসন ২ টি করে উইকেট নেন। আর ৩ টি শিকার জেরাল্ড গোয়েৎজের।
আরও পড়ুন- রেকর্ডের অপর নাম ডি কক, ব্যাটিং তাণ্ডবের মাঝে গড়লেন কোন কোন নজির ?