নয়াদিল্লি: কেরলের (Kerala) কোচির (Kochi) ভেঙ্কটেশ্বর হোটেলের (Venkateswara Hotel) মালিক সুধাকর প্রভু (Sudhakar Prabhu) আপাতত ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। কেন? তাঁর চেহারার সঙ্গে থালাইভা রজনীকান্তের (Rajinikanth) চেহারার চোখে পড়ার মতো মিলের কারণে। কেরলের এক চায়ের স্টল সামলান তিনি এবং নিজের অজান্তেই তাঁর সাজগোজে ছাপ পড়ে রজনীকান্তের। এখন তিনি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


ভাইরাল রজনীকান্তের 'লুক-অ্যালাইক'


কেরলের কোচির সুধাকর প্রভু এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় চা-বিক্রেতা তিনি। কিন্তু হঠাৎ দেখলে মনে হতে পারে কোনও ছবির চরিত্রের জন্য বিশেষ সাজে দাঁড়িয়ে রয়েছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন, রজনীকান্ত নন, এই ব্যক্তি তারকার 'লুক-অ্যালাইক'। অর্থাৎ তাঁদের একই ধরনের দেখতে। 


সুপারস্টারের সঙ্গে এই ব্যক্তির মিল বেশ চোখে পড়ার মতো। ক্রেতাদের হাতে চায়ের কাপ তুলে দেওয়ার সময় তাঁর একটি ক্যাচলাইনও আছে। তিনি বলতে থাকেন, 'যা আপনারা পান, তা পান না... যা আপনারা পান না, তা কখনওই পান না।' স্থানীয় মানুষের কাছে তিনি ইতিমধ্যেই স্টার হয়ে গিয়েছেন। কোচির এক সিনেমার দলের নজরে পড়েছে রজনীকান্তের সঙ্গে ওই ব্যক্তির মিল। এত মিল দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন ক্রুয়ের সদস্যরা। 


 






মালয়লম পরিচালক নাদিরশা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুধাকরের ভিডিও পোস্ট করতেই তাঁর খ্যাত আকাশ ছোঁয়। সেই থেকে খ্যাতি বেড়েছে সুধাকরের এবং কেরলের একাধিক ইভেন্ট ও অনুষ্ঠানে ডাকও পড়ছে তাঁর। 


অন্যদিকে, এই সময় রজনীকান্ত তাঁর নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ছবির নাম 'থালাইভার ১৭০'। এই ছবির পরের অংশের শ্যুটিং সারতে অভিনেতা আপাতত তিরুনেলভেলিতে। 


আরও পড়ুন: 'Dawshom Awbotaar' BO Collection: পঞ্চমীতে শুভমুক্তি, প্রথম ৫ দিনে কত টাকার ব্যবসা করল সৃজিতের 'দশম অবতার'?


ফিল্ম সমালোচক রমেশ বালার পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে রজনীকান্ত তাঁর অনুরাগীদের অভিবাদন জানাচ্ছেন, যাঁরা প্রিয় অভিনেতার একঝলক দেখতে হাজির হয়েছেন। শ্রদ্ধেয়, প্রিয় থালাইভারের জন্য তাঁদের গলা ফাটাতে শোনা যায়, তাঁদের এনার্জি ছিল নজরে পড়ার মতো। ১০ অক্টোবর, রজনীকান্ত তাঁর ছবির ক্রুয়ের সঙ্গে 'থালাইভার ১৭০' ছবির দ্বিতীয় শিডিউলের শ্যুটিং সারতে পৌঁছন তিরুনেলভেলিতে। 'জয় ভীম' খ্যাত পরিচালক টি জে জ্ঞানাভেল এই ছবির দায়িত্বে রয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial