মুম্বই: পেশির টানে মাঠ ছাড়লেন গিল। ৭৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। মুম্বইয়ের অসহ্য গরমেই হয়ত খেলতে কষ্ট হচ্ছিল ডানহাতি ভারতীয় ওপেনারের। বেশ কিছুক্ষণ মাঠে শুশ্রূষার পর মাঠ ছাড়লেন গিল (Subhman Gill)। অবসৃত হওয়ার মুহূর্তে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন ডানহাতি তরুণ ওপেনার। ২৩ তম ওভারের চতুর্থ বলে রান নেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে শুভমনের। মাঠেই শুশ্রূষা করতে নেমে আসেন ফিজিয়ো। কিন্তু শুভমন আর ব্যাট করতে পারছিলেন না। তাঁকে মাঠ ছেড়ে বার হয়ে যেতে হয়। তবে এমসিসির নিয়ম অনুযায়ী শুভমন ফের মাঠে নামতে পারবেন ব্য়াট হাতে। তবে একমাত্র তখনই যখন ভারতের দ্বিতীয় উইকেট পড়বে বা কেউ ফের চোটা আঘাত পেয়ে যদি মাঠ ছাড়েন, তখনই। আপাতত বিরাট কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে ৪৭ রান করে টিম সাউদির বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন রোহিত শর্মা।


এই ম্যাচে চার বছর আগে সেমিফাইনালে হারের বদলা নেওয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। রয়েছে ঘরের মাঠে আবার বিশ্বকাপ ঘরে তোলার সুযোগও। সেইদিকেই আরও একধাপ এগোনোর লক্ষ্য আজ মাঠে নেমেছে ভারত। এই ম্যাচের শুরুর আগেই হঠাৎ করে পিচ বদলে ফেলা হয়েছে। মাঠের সাত নম্বর পিচে আজকের ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। এই পিচে এর আগে খেলা হয়নি। কিন্তু হঠাৎ করেই সেই পিচের বদলে ছয় নম্বর পিচে ম্যাচ আয়োজিত হয়েছে যেখানে ইতিমধ্যেই দুইটি ম্যাচ আয়োজিত হয়েছে।


ব্যবহৃত পিচে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা সাহায্য পেতে পারেন। সেই কারণেই আরও বেশি করে টিম ইন্ডিয়ার টস জয়ের প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। পরিসংখ্যানও কিন্তু টস জিতে ভারতের ব্যাটিংয়ের পক্ষেই। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে এবং ম্যাচও জেতে। তবে ২০১৫ এবং ২০১৯, বিগত দুই বিশ্বকাপ সেমিফাইনালে রান তাড়া করতে নেমেই হারতে হয়েছিল ভারতকে। এবার ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটে কি না সেটাই দেখার।


বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে ভারতীয় দলে। নাগাড়ে নয় ম্য়াচ জিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। তবে বিশ্বকাপের সেমিফাইনাল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের দিন যে ভাল খেলবে, সেই জিতবে, অতীতের পারফরম্যান্সকে গুরুকিব দিতে নারাজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে টস জিতে রোহিত বলেন, 'পিচটা বেশ ভাল বলেই মনে হচ্ছে এবং খানিকটা মন্থর গতিরও। ২০১৯ সালে আমরা বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলাম। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিউজ়িল্যান্ড এই সময়ে ধারাবাহিকভাবে ভাল খেলেছে। আজকের ম্যাচে বেশ ভাল লড়াই হবে বলেই মনে হচ্ছে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট দিনে যে নিজেদের সেরাটা দেবে সেই জিতবে।'