মুম্বই: ওয়াংখেড়তে আর কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই ২২ গজে ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ) বিশ্বকাপ (ODI World Cup 2023) ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে নেমে পড়বে। ইতিমধ্যেই ম্যাচের টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)।


এই ম্যাচে চার বছর আগে সেমিফাইনালে হারের বদলা নেওয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। রয়েছে ঘরের মাঠে আবার বিশ্বকাপ ঘরে তোলার সুযোগও। সেইদিকেই আরও একধাপ এগোনোর লক্ষ্য আজ মাঠে নেমেছে ভারত। এই ম্যাচের শুরুর আগেই হঠাৎ করে পিচ বদলে ফেলা হয়েছে। মাঠের সাত নম্বর পিচে আজকের ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। এই পিচে এর আগে খেলা হয়নি। কিন্তু হঠাৎ করেই সেই পিচের বদলে ছয় নম্বর পিচে ম্যাচ আয়োজিত হয়েছে যেখানে ইতিমধ্যেই দুইটি ম্যাচ আয়োজিত হয়েছে।


ব্যবহৃত পিচে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা সাহায্য পেতে পারেন। সেই কারণেই আরও বেশি করে টিম ইন্ডিয়ার টস জয়ের প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। পরিসংখ্যানও কিন্তু টস জিতে ভারতের ব্যাটিংয়ের পক্ষেই। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে এবং ম্যাচও জেতে। তবে ২০১৫ এবং ২০১৯, বিগত দুই বিশ্বকাপ সেমিফাইনালে রান তাড়া করতে নেমেই হারতে হয়েছিল ভারতকে। এবার ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটে কি না সেটাই দেখার।


বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে ভারতীয় দলে। নাগাড়ে নয় ম্য়াচ জিতে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। তবে বিশ্বকাপের সেমিফাইনাল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের দিন যে ভাল খেলবে, সেই জিতবে, অতীতের পারফরম্যান্সকে গুরুকিব দিতে নারাজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে টস জিতে রোহিত বলেন, 'পিচটা বেশ ভাল বলেই মনে হচ্ছে এবং খানিকটা মন্থর গতিরও। ২০১৯ সালে আমরা বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলাম। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিউজ়িল্যান্ড এই সময়ে ধারাবাহিকভাবে ভাল খেলেছে। আজকের ম্যাচে বেশ ভাল লড়াই হবে বলেই মনে হচ্ছে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট দিনে যে নিজেদের সেরাটা দেবে সেই জিতবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ফাইনালের টিকিট পাকা করার লড়াই, আজ কেমন হতে পারে ভারত-নিউজিল্যান্ড ২ দলের সম্ভাব্য একাদশ?