মুম্বই: গত রবিবাবরই ইডেনের ২২ গজে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছেন। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে (One Day International) সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়েছেন নিজের ৪৯ তম সেঞ্চুরি করে। নিজের ৩৫ তম জন্মদিনেই ক্রিকেটের নন্দনকাননে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে। এবার মাঠের বাইরে চমক দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এমন একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না।
বিরাট কোহলি বিশ্বের অন্য়তম ধনী একজন ক্রীড়াব্যক্তিত্ব। খেলায় আয়ের বাইরেও রয়েছে বিজ্ঞাপন, স্পনসর থেকে কোটি কোটি টাকা আয়। কিন্তু এহেন বিরাট কি না সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান সফর করছেন? হ্যাঁ, এমনই ভিডিও ভাইরাল হয়েছে। কলকাতা থেকে সোমবার ইন্ডিগো বিমানে কোহলি বেঙ্গালুরু গিয়েছেন ইকোনমিক ক্লাসের আসনে বসে। বিমানের একেবারে প্রথম আসনে তিনি বসেছিলেন। প্রথমে কেউ বুঝতে পারেননি। তার কারণ, কোহলি চোখ গগলস ও মুখে সাদা মাস্ক পরে ছিলেন। পরে ধীরে ধীরে যখন সবাই বুঝতে পারলেন, তখন মোবাইল ফোনে সেই মুহূর্ত বন্দী করেন। অনেকে ভিডিও তোলেন।
উল্লেখ্য, রবিবার কোহলির ৩৫ তম জন্মদিন ছিল। সেদিন ম্য়াচের শেষে হোটেলে ফিরে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপরই সোমবার সাধারণ যাত্রীদের পাশে বসেই বেঙ্গালুরু পাড়ি দেন ভারতীয় ক্রিকেটের আইকন।
ইডেনে ১১৯ বলের ইনিংস বিরাট ১০টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। এরপর বিরাটকে প্রশ্ন করা হয়েছিল যে সচিনের রেকর্ড স্পর্শ করে কেমন লাগছে। তাতে কিং কোহলি জবাব দিয়েছিলেন যে তিনি যতগুলো সেঞ্চুরিই করুন, বা যত বেশি রানই তাঁর নামের পাশে যোগ হোক না কেন, কোনও দিনই তিনি সচিন তেন্ডুলকরের সমকক্ষ হতে পারবেন না।
গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে খেলতে নামবে রোহিতের দল। ম্য়াচে ৩২৭ রানে তাড়া করতে নেমে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায় তেম্বা বাভুমার দল। বল হাতে একাই পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। আগামী ১২ নভেম্বর চিন্নাস্বামীতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।