মুম্বই : মাস্টার ব্লাস্টারের উপস্থিতিতেই তাঁকে টপকে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে রেকর্ড ৫০ তম সেঞ্চুরি করেছেন তিনি। সচিন তেন্ডুলকারকে (Sachin Tendulkar) বিশ্বকাপের মঞ্চেই ওডিআই শতরানের ভিত্তিতে ছুঁয়ে ফেলার পর নকআউটে তাঁকে টপকে যাওয়া নিয়ে বিরাটের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন খোদ ক্রিকেট ঈশ্বর।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি তাঁর ষষ্ঠ শতরান হাঁকিয়েছেন। বিশ্বকাপের (World Cup 2023) সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে এটি ছিল কোহলির ৩১ তম ইনিংস। একদিনের আন্তর্জাতিকে প্রতিপক্ষের ভিত্তিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবথেকে বেশি শতরান রয়েছে কোহলির। লঙ্কা শিবিরের বিরুদ্ধে ১০ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ওডিআই ফর্মাটে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে কটি করে শতরান রয়েছে কোহলি ?
একদিনের আন্তর্জাতিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ ইনিংসে ১০ টি শতরান রয়েছে বিরাট কোহলির। তারপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে বেশি শতরান। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪১ ইনিংসে ৯ টি শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ওডিআই শতরানের সংখ্যা ৮ টি। অজিদের বিরুদ্ধে ৪৬ ইনিংসে যে নজির গড়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ৫ টি করে ও ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ৩ টি করে একদিনের আন্তর্জাতিক শতরান রয়েছে বিরাট কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধে ২৯ ও বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬ ইনিংস খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ ম্যাচ ও পাকিস্তানের বিরুদ্ধে ১৬ ইনিংস খেলেছেন কোহলি। আর এছাড়া জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬ ইনিংসে ১ টি শতরান রয়েছে বিরাট কোহলির।
বিরাট কোহলির ওডিআই শতরান-
প্রতিপক্ষ | ওডিআই শতরান সংখ্যা | ইনিংস সংখ্যা |
শ্রীলঙ্কা | ১০ | ৫১ |
ওয়েস্ট ইন্ডিজ | ৯ | ৪১ |
অস্ট্রেলিয়া | ৮ | ৪৬ |
নিউজ়িল্যান্ড | ৬ | ৩১ |
দক্ষিণ আফ্রিকা | ৫ | ২৯ |
বাংলাদেশ | ৫ | ১৬ |
ইংল্যান্ড | ৩ | ৩৬ |
পাকিস্তান | ৩ | ১৬ |
বাংলাদেশ | ১ | ৬ |
আরও পড়ুন- রেকর্ডের ঝুলিতে উজ্জ্বল উপস্থিতি, মহম্মদ শামি গড়লেন যে সমস্ত নজির